জানা গেছে ওই টিভি অনুষ্ঠানের প্রথম পর্বের নামকরণ করা হয়েছে ‘শুভারম্ভ’। এই পর্বে বাজীরাও মস্তানি সিনেমার গজানন গানের তালে নাচবেন রণবীর। মঞ্চে রণবীর, সেই সঙ্গে গানের তালে নাচ। রামদেবও থাকছেন। কাজেই আরও একবার দেখা যেতেই পারে রণবীর-রামদেব যুগলবন্দী।
দেখুন সেই ভিডিও
রিয়েলিটি শো-য়ের প্রথম পর্বেই শুধু থাকবেন রণবীর। পরবর্তী পর্বগুলির হোস্ট হবেন অভিনেত্রী অপরাশক্তি খুরানা।
রণবীর কপূরের পর রণবীর সিংহকে এবার রিয়েলিটি শোয়ের হোস্টের ভূমিকায় দেখা যাবে। এর আগে রণবীর কপূরও ‘নাচ বালিয়ে’-র প্রথম পর্বটি হোস্ট করেছিলেন। ওই শো-তেও জাজের আসনে ছিলেন সোনাক্ষী। একটি পর্বে বিশেষ অতিথি হিসেবে এসেছিলেন রামদেবও।