মুম্বই: আসন্ন ছবির জন্য ক্রিকেট বিশ্বকাপ জয়ী ভারতীয় অধিনায়ক কপিল দেবের থেকে প্রশিক্ষণ নিতে চলেছেন রণবীর কপূর।
‘পদ্মাবৎ’ ছবিতে আলাউদ্দিন খিলজির চরিত্রে অভিনয় করেছিলেন এই বলিউড অভিনেতা। সেখানে তাঁর অভিনয় দক্ষতা সকল দর্শককে মুগ্ধ করেছিল। এবার পরিচালক কবীর খান পরিচালিত ১৯৮৩ সালে ভারতের ক্রিকেট বিশ্বকাপ জয়ের ওপর অবলম্বনে তৈরি হতে চলা ‘৮৩’ ছবিতে অভিনয় করতে দেখা যাবে রণবীরকে।
ছবিতে কপিল দেবের ভূমিকায় দেখা যাবে রণবীরকে। তাই, ভারতের এই ক্রিকেট লেজেন্ডকে অনুরকণ করতে তাঁর কাছ থেকে প্রশিক্ষণ গ্রহণ করতে চাইছেন রণবীর। জানা গিয়েছে, খুব শীঘ্রই কপিল দেবের তত্ত্বাবধানে তিনি অনুশীলন শুরু করবেন। বহা বাহুল্য, ছবির প্রেক্ষাপট হল কপিল দেবের নেতৃত্বে ভারতীয় দল ইংল্যাল্ডের লর্ডসে প্রবল পরাক্রম প্রতিদ্বন্দ্বী ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে প্রথম বিশ্বকাপ জয়।
কপিল দেবের কাছ থেকে তাঁর প্রশিক্ষণ ও অনুশীলন সম্পর্কে বলতে গিয়ে রণবীর বলেন, কপিল স্যরের সঙ্গে অনুশীলন করতে মুখিয়ে আছি। ওনার সঙ্গে যতটা সময় কাটাব, ততটা নিজেকে ওনার মতো গড়ে তুলতে পারব। আমি ওনার থেকে যতটা সম্ভব শিখতে চাই। তাঁর গল্প, তাঁর অভিজ্ঞতা, ওনার চিন্তা-ভাবনা, অনুভূতি থেকে শুরু করে তাঁর অভিব্যক্তি ও শক্তি, উদ্যম-- সবকিছু শিখতে চাই।
এর আগে, এই ছবির জন্য বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য তথা প্রাক্তন বোলার বলবিন্দর সিংহ সান্ধুর সঙ্গেও প্রশিক্ষণ নেবেন ৩৩ বছর বয়সী রণবীর। একইসঙ্গে প্রশিক্ষণ নেবেন পঞ্জাবি গায়ক-অভিনেতা অ্যামি ভির্ক, যাঁকে ছবিতে সান্ধুর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। ২০২০ সালের ১০ এপ্রিল ছবিটি মুক্তি পাবে।
জানা গিয়েছে, কপিলের সঙ্গে তিন সপ্তাহ কাটাবেন রণবীর। এই সময়ে তিনি ভারতের প্রাক্তন অধিনায়কের কথা বলার ধরণ থেকে শুরু করে আচার-ব্যবহার, বিভিন্ন অভিব্যক্তি রপ্ত করবেন। এমনকী, ছবিতে প্রাক্তন ক্রিকেটারের অনন্য বোলিং অ্যাকশনও নকল করতে হবে রণবীরকে।
রণবীর বলেন, যাঁর চরিত্রে অভিনয় করতে চলেছি, তাঁর থেকেই প্রশিক্ষণ নিতে চাইছিলাম। তাঁর বোলিং ও ব্যাটিং অ্যাকশন রপ্ত করতে চাই। ওনার কৃতিত্ব অসামান্য। তিনি শুরু করেছিলেন আন্ডারডগ হিসেবে। কিন্তু ধৈর্য্য, আত্মবিশ্বাস, কঠোর পরিশ্রম ও ইতিবাচক মনোভাব ও মানসিকতার জোরে তিনি চ্যাম্পিয়ন হয়েছিলেন। আমি ওনার দ্বারা ভীষণই অনুপ্রাণিত। ওনার চরিত্রে সঠিকভাবে তুলে ধরতে নিজেকে নিংড়ে দিতে রাজি।