টয়লেট ক্লিনারের বোতলের সঙ্গে নিজের পোশাকের মিল খুঁজে পেলেন রণবীর সিংহ, নিজেই শেয়ার করলেন মিম
web desk, ABP Ananda | 20 Apr 2019 12:11 PM (IST)
সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে অভিনেতা রণবীর সিংহ একটি টয়লেট ক্লিনার সলিউশনের বিভিন্ন বোতলের ছবি দিয়েছেন। সঙ্গে দিয়েছেন ওই রঙের পোশাক পরে নিজের ছবি।
মুম্বই: নিজেকে নিয়ে মজা করতে পারেন এমন মানুষ খুব কমই আছেন। কিন্তু অভিনেতা রণবীর সিংহ বিভিন্ন সময় নিজেকে নিয়ে মজা করে থাকেন। অদ্ভুত বেশভূষার জন্য সবসময়ই চর্চায় থাকেন তিনি। তিনি নিজেও তাঁর ফ্যাশন স্টেটমেন্ট নিয়ে মজা করতে ছাড়েন না। সম্প্রতি রণবীর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন একটি মিম। সেখানে তিনি নিজেই তাঁর পোশাকের সঙ্গে একটি টয়লেট ক্লিনারের বোতলের তুলনা করেছেন। দেখুন, ইনস্টাগ্রামে কোন মিম শেয়ার করেছেন রণবীর! পোস্টটিতে অভিনেতা একটি টয়লেট ক্লিনার সলিউশনের বিভিন্ন বোতলের ছবি দিয়েছেন। সঙ্গে দিয়েছেন ওই রঙের পোশাক পরে নিজের ছবি। সঙ্গে রণবীর কী লিখেছেন, খেয়াল করুন! ছবি : ইনস্টাগ্রাম এই প্রথম যে রণবীর এমনটা করলেন, তা নয়। মাস দুয়েক আগে, রণবীর আরও একটি মিম শেয়ার করেন তাঁর ড্রেসিং সেন্স নিয়ে। সেখানে রণবীর দেখিয়েছেন, কীভাবে স্ত্রী দীপিকার সঙ্গে থাকার সময় তাঁর পোশাকের রুচি বদলে যায়। ছবি : ইনস্টাগ্রাম আপাতত রণবীর ব্যস্ত '৮৩' নিয়ে। এই ছবিতে কপিল দেবের ভূমিকায় দেখা যাবে তাঁকে। কবীর খান পরিচালিত এই ছবির দিকে তাকিয়ে এখন তামাম ভারতের ক্রিকেটপ্রেমীরা। সামনের বছর ১০ এপ্রিল মুক্তি পাওয়ার কথা ছবিটির।