কলকাতা: আজ অভিনেতা রণবীর সিংহের (Ranveer Singh) জন্মদিন। আর বিশেষ এই দিনে নিজের নতুন সিনেমার লুক প্রকাশ করেছেন রণবীর। অভিনেতার বহু প্রতিক্ষীত ছবি 'ধুরন্ধর'-এর লুক প্রকাশ্যে এসেছে আজ। তবে এই ছবির প্রথম লুক প্রকাশ্যে আসার পরেই, চর্চায় এসেছেন আরও একজন। তিনি সারা অর্জুন (Sara Arjun)। বয়সে রণবীরের থেকে ২০ বছরের ছোট এই সারা। নেটদুনিয়া এখন প্রশ্ন করেছেন, কে এই সারা যিনি সুযোগ পেয়েছেন রণবীর সিংহের সঙ্গে কাজ করার।
কে এই রণবীরের নায়িকা সারা অর্জুন?
রণবীর সিং-এর সঙ্গে ‘ধুরন্ধর’ সিনেমায় দেখা যাওয়া নায়িকা সারা অর্জুন, দক্ষিণী অভিনেতা রাজ অর্জুনের মেয়ে। খুব অল্প বয়সেই সিনেমাতে কাজ শুরু করেছিলেন সারা। খুব অল্প বয়স থেকেই কাজ শুরু করেছিলেন সারা। ৫ বছর বয়স হওয়ার আগে, ১০০টিরও বেশি বিজ্ঞাপনে অভিনয় করে ফেলেছেন সারা। ম্যাকডোনাল্ডস থেকে শুরু করে ম্যাগি-র মতো বড় ব্র্যান্ডের জন্য কাজ করেছেন তিনি।
যে সিনেমাগুলিতে কাজ করেছেন সারা
সারা বড় পর্দায় পা রেখেছিলেন তামিল ছবি ‘দেইভা থিরুমগল’ দিয়ে। যেটি ২০১১ সালে মুক্তি পেয়েছিল। প্রথম ছবিতেই তিনি তারকা হয়ে গিয়েছিলেন। এর পরে তিনি বেশ কয়েকটি হিন্দি, মালয়ালি এবং তেলুগু ছবিতেও দেখা গিয়েছেন। সারা বলিউডে ‘এক থি ডায়ন’, ‘404’, ‘জজবা’ এবং ‘দ্য সং অফ স্করপিয়ন্স’-এর মতো ছবিতে নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করেছেন। এছাড়াও তিনি ঐশ্বর্য্য রাই বচ্চনের ছবি পোন্নিয়িন সেলভান: ১ এবং ২-এও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।
কবে মুক্তি পাবে রণবীর ও সারার ‘ধুরন্ধর’
এবার সারা অর্জুন অভিনেতা রণবীর সিং-এর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন। দুজনেই ‘ধুরন্ধর’ ছবিতে একে অপরের সঙ্গে রোমান্স করতে দেখা যাবে। ছবিতে দুজনের লুকও ভক্তদের বেশ পছন্দ হচ্ছে। এছাড়াও ‘ধুরন্ধর’-এ সঞ্জয় দত্ত, অভয় খান্না, অর্জুন রামপালের মতো তারকারা রয়েছেন। সিনেমাটি ৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।