এরপরেই সংশ্লিষ্ট সংস্থা প্রকাশ্যে ক্ষমা চেয়ে বিজ্ঞাপনটি তুলে নেয়। তবে রণবীর সিংহ এই বিজ্ঞাপন সম্পর্কে কোনও মন্তব্য করেননি। সোশ্যাল মিডিয়ায় হইচইয়ের জের, সরিয়ে দেওয়া হল রণবীর সিংহের ‘আপত্তিকর’ বিজ্ঞাপন
ABP Ananda, Web Desk | 25 Nov 2016 08:52 AM (IST)
নয়াদিল্লি: গায়ে পুরোদস্তুর অফিসের পোশাক। কাঁধে অফিস ব্যাগ। কিন্তু আচরণ মোটেই অফিসসুলভ নয়। এক চোখ টিপে ইঙ্গিতপূর্ণ হেসে কিছু একটা বোঝানোর চেষ্টা চলছে। আর কাঁধে? হাসিমুখে এক তরুণী। নীচে ট্যাগলাইন, ডোন্ট হোল্ড ব্যাক। টেক ইওর ওয়ার্ক হোম। রণবীর সিংহের মত অভিনেতার এ ধরনের বিজ্ঞাপনে অংশ নেওয়া সোশ্যাল মিডিয়া মোটেই ভালভাবে নেয়নি। প্রশ্ন তোলে, জামাকাপড়ের বিজ্ঞাপনের বক্তব্য এমন ‘নিম্নশ্রেণি’-র কেন? বিজ্ঞাপনটিকে ‘যৌনতাধর্মী’ বলেও আখ্যা দেওয়া হয়। বলা হয়, এটি নারী বিরোধী, সমাজে মেয়েদের সম্পর্কে ভুল বার্তা দিচ্ছে। ‘রং দে বাসন্তী’-র অভিনেতা সিদ্ধার্থও টুইট করেন এই বিজ্ঞাপনের বিরুদ্ধে। বলেন, এতে কর্মক্ষেত্রে মহিলাদের অধিকারকে ছোট করে দেখানো হয়েছে।