দেখুন ছবি: রণবীরকে দেখে মনে পড়বে যুবক কপিলকে

সম্প্রতি পর্দার কপিল দেব শেয়ার করলেন তাঁর একটি নতুন ছবি। সাদা-কালো ছবিটি নজর কেড়েছে সকলের। দেখুন তো, কম বয়সের কপিলের সঙ্গে রণবীরের মিল পাচ্ছেন কি না।

Continues below advertisement
মুম্বই: রণবীর সিংহর সাম্প্রতিকতম ছবিটি তাক লাগিয়ে দিয়েছে নেটিজেনদের। রণবীর এখন জোরকদমে প্রস্তুত হচ্ছেন ‘৮৩’ ছবির জন্য। ভারতের প্রথম ক্রিকেট বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন কপিল দেবের ভূমিকায় অভিনয় করছেন রণবীর। সম্প্রতি পর্দার কপিল দেব শেয়ার করলেন তাঁর একটি নতুন ছবি। সাদা-কালো ছবিটি নজর কেড়েছে সকলের। দেখুন তো, কম বয়সের কপিলের সঙ্গে রণবীরের মিল পাচ্ছেন কি না। গোঁফ ও চুলের কায়দাও চোখে পড়ার মতো।
ছবিতে রণবীর ক্যাপশন করেছেন, ‘রেট্রো’। ‘৮৩’তে রণবীর ছাড়াও অভিনয় করছেন আর বদ্রি, চিরাগ পাতিল, সাকিব সালিম, পঙ্কজ ত্রিপাঠি, সাহিল খট্টর প্রমুখ। এর আগে এই ছবিতে অভিনয়ের জন্য প্রস্তুতির ছবি শেয়ার করেন রণবীর। ধর্মশালার পাহাড় ঘেরা স্টেডিয়ামে তারকা ক্রিকেটারদের তত্ত্বাবধানে রুপোলি পর্দার কুশিলবদের অনুশীলনের ভিডিও সকলের নজর কাড়ে।
১৫ মে থেকে ছবির শ্যুটিং শুরু হওয়ার কথা। প্রথম পর্বের শ্যুটিং চলবে ১০০দিন। লন্ডন ও স্কটল্যান্ডে হবে শ্যুটিং। আগামী বছর এপ্রিল মাসে মুক্তি পাওয়ার কথা ‘৮৩’।
Continues below advertisement
Sponsored Links by Taboola