এর আগে বরুণ ধবন ও কার্তিক আরিয়ানের মতো বলিউড অভিনেতাদের কোভিড-১৯ নিয়ে সচেতনতা প্রসারে র্যাপারের ভূমিকায় দেখা গিয়েছিল। এবার র্যাপার অ্যাবি ভাইরালের একটি র্যাপ ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাবজনিত আশঙ্কায় ভারাক্রান্তদের মনে এই ভিডিও দেখে উত্ফুল্ল হয়ে উঠতে পারে।
এরোস এই ভিডিও ট্যুইটার ও ইনস্টাগ্রামে শেয়ার করেছে। সঙ্গে ক্যাপশন- আশার র্যাপ। লকডাউনে মন খারাপ? এই উদ্দীপ্ত র্যাপ ও আশার বার্তা মেশানো অ্যাবিভাইরাল আপনাকে চাঙ্গা করে তুলবে।
অ্যাবি ভাইরাল অনুরাগীদের সামাজিক দূরত্ব বজায় রাখা ও সংক্রমণের ধারায় ছেদ টেনে দিতে অনুরাগীদের কাছে আর্জি জানিয়েছেন।
‘অব না পার্টিও মে যাও, না দোস্ত কে ঘর খাও, অপনে ওয়াক্ত কো তুম আরাম সে ঘর পে বিতাও’। র্যাপটি করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে প্রত্যেকের কাছে সংহতির বার্তা দিয়েছে খুবই আকর্ষণীয় ও অনুপ্রেরণামূলক ভঙ্গিতে।
এই ভিডিও রণবীর সিংহের ‘গলি বয়’ সিনেমার ‘আপনা টাইম আয়েগা’-র কথা মনে করিয়ে দেবে দর্শকদের।
আরও উল্লেখযোগ্য যে, ভিডিওতে প্রধানমন্ত্রীর টেলিভিশনে ভাষণও দেখা গিয়েছে। এই ভাষণেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে লকডাউনের ঘোষণা করেছিলেন মোদি।