মুম্বই : অবশেষে অপেক্ষার অবসান হল। যে ছবি নিয়ে গত বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় বিস্তর চর্চা চলছে, তাপসী পান্নু (Taapsee Pannu) অভিনীত 'রশ্মি রকেট' (Rashmi Rocket) ছবির ট্রেলার মুক্তি পেলো অবশেষে। ট্রেলারেই বোঝা যাচ্ছে ছবিটিতে অভিনয় করার জন্য তাপসী পান্নু নিজেকে কতটা ভেঙেছেন এবং গড়েছেন।


ছোট্ট এক গ্রামের মেয়ে রশ্মির জীবনের গল্প দেখানো হয়েছে 'রশ্মি রকেট' ছবিতে। ছোট্ট গ্রামের মেয়ে রশ্মি মোটেই সোনার চামচ মুখে দিয়ে জন্মায়নি। অথচ সে দারুণ জোরে দৌড়তে পারে। সেই দৌড়কে কাজে লাগিয়ে কীভাবে জীবনের বিভিন্ন বাধা সে অতিক্রম করে, তা নিয়েই গল্প 'রশ্মি রকেট'-র। নাম ভূমিকাতেই অভিনয় করেছেন তাপসী পান্নু। 


আরও পড়ুন - Celebrities Update: 'অজুহাত খুঁজছিলাম ছবি পোস্ট করার', কার সঙ্গে ছবি পোস্ট করার অজুহাত খুঁজছেন অর্জুন কপূর?


আরও পড়ুন - Tanuja Birthday Update: মা তনুজার জন্মদিন কীভাবে সেলিব্রেট করলেন দুই কন্যা কাজল ও তনিশা?


বলিউডের আর পাঁচটা সাধারণ ছবির তুলনায় অন্য ধারার ছবিতে অভিনয় করাতেই বিশ্বাসী তাপসী পান্নু। যেখানে শুধু মুখ দেখানোর জন্য নয়, চরিত্রের প্রয়োজনে যেখানে তাঁর অভিনয় মানুষের মনে থেকে যাবে, এমন চরিত্রেই তাঁকে আমরা অভিনয় করতেই তিনি পছন্দ করেন। তার অন্যথা নয় এই ছবিও। একজন অ্যাথলিটের ভূমিকায় অভিনয় করতে গিয়ে চরিত্রে প্রয়োজনে তাঁকে কতটা ভাঙতে বা গড়তে হয়েছে, তা তিনি এর আগেও জানিয়েছেন। শুধু তাই নয়, তাঁর অ্যাথলিটসুলভ চেহারা দেখে কটাক্ষ করতে বা ট্রোল করতে ছাড়েননি ট্রোলাররা। তবে, ট্রোলারকে পাত্তা না দিয়ে বরং তাঁর ট্রোলকে প্রশংসা করে বুদ্ধিদীপ্ত পাল্টা জবাব দিয়েছেন তাপসী পান্নু। 'পিঙ্ক' অভিনেত্রীর সেই অ্যাথলিটসুলভ চেহারা দেখেই এক নেট নাগরিক কটাক্ষ করে তাঁকে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন যে, 'এটা তো পুরুষের শরীর। এই পুরুষালী শরীর শুধুমাত্র তাপসী পান্নুরই হতে পারে'। ট্রোলারের করা সেই পোস্টের রিপ্লাইতে তাপসী পান্নু লেখেন যে, 'সবার উদ্দেশ্যে বলতে চাই।  আর এমন একটা কমেন্ট করার জন্য অগ্রিম অনেক ধন্যবাদ। সত্যি এরকম একটা প্রশংসা পাওয়ার জন্য অনেক পরিশ্রম করেছি।' তাপসী পান্নুর এই জবাব দেখে তাঁকে সমর্থন করেছেন বহু নেট নাগরিক।



আরও পড়ুন - Taapsee Pannu Trolled: 'এ তো পুরুষের শরীর', ট্রোলারকে মোক্ষম জবাব তাপসী পান্নুর


প্রসঙ্গত, আগামি ১৫ অক্টোবর ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে মুক্তি পেতে চলেছে তাপসী পান্নুর নতুন ছবি 'রশ্মি রকেট'।