আবু ধাবি: আইপিএলে নতুন মাইলস্টোন রোহিত শর্মার। বৃহস্পতিবার কেকেআরের বিরুদ্ধে খেলতে নেমেছিল রোহিতের মুম্বই ইন্ডিয়ান্স। আর সেই ম্যাচেই নতুন নজির গড়লেন মুম্বই অধিনায়ক। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম প্লেয়ার হিসেবে কোনও নির্দিষ্ট একটি ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে ১ হাজার রান করার কৃতিত্ব অর্জন করলেন রোহিত।


আইপিএলের দ্বিতীয় পর্বে নিজেদের প্রথম ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে খেলেননি রোহিত শর্মা। কিন্তু এদিন কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন তিনি। আর নেমেই নজির গড়লেন। কেকেআরের বিরুদ্ধে আইপিএলে মোট হাজার রান পূরণ করলেন রোহিত। তিনিই প্রথম ক্রিকেটার আইপিএলের ইতিহাসে যিনি এই কৃতিত্ব অর্জন করলেন। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এই কেকেআরের বিরুদ্ধেই নিজের আইপিএল অভিষেক করেছিলেন রোহিত। ২০০৮ সালে সেই ম্যাচে খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফিরতে হয়েছিল মুম্বই অধিনায়ককে। 


এদিন টস জিতে প্রথমে ব্যাটিং নেয় মুম্বই। ওপেনিংয়ে কুইন্টন ডি ককের সঙ্গে নেমেছিলেন রোহিত। ম্যাচের তৃতীয় ওভারে বল করতে এসেছিলেন বরুণ চক্রবর্তী। সেই ওভারেই হাজার রান পূরণ করেন রােহিত। ৪টি বাউন্ডারির সাহায্যে ৩০ বলে ৩৩ রানের ইনিংস খেলে এদিন আউট হন রোহিত। 


এদিকে কলকাতার বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৫৫ রান তুলতে সক্ষম হল মুম্বই। কলকাতার সামনে ম্যাচ জেতার জন্য ১৫৬ রানের লক্ষ্য রাখল মুম্বই। চোট সারিয়ে দলে ফিরে উইকেটে জমে গিয়েও বড় রান পাননি রোহিত। সুনীল নারাইনের বলে আউট হন তিনি। ৪২ বলে ৫৫ রান করে আউট হন কুইন্টন ডি'কক। তবে মুম্বইয়ের মিডল অর্ডারে আর কেউই বড় রান পাননি। 


বৃহস্পতিবার আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে দুরন্ত শুরু করেছিলেন মুম্বই ইন্ডিয়ান্স। মাত্র ৯.২ ওভারে ৭৮ রান যোগ করেছিল মুম্বই। কিন্তু এরপর এই ২ জন ফিরতেই  আর কেউই বড় রান করতে পারেননি।


আরও পড়ুন: তারকা অলরাউন্ডারের চোট, পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেও স্বস্তি নেই দিল্লির