কলকাতা: সোশ্যাল মিডিয়ায় সদ্য ভাইরাল হয়েছে কালো পোশাকে রশ্মিকা মন্দানা (Rashmika Mandana)-র একটি ভিডিও। কালো পোশাকে একটি লিফট থেকে বেরোচ্ছেন রশ্মিকা। তবে প্রথম এক সাংবাদিক এই বিষয়টি নজরে আনেন। ভিডিওটি আসলে অভিনেত্রীর নয়, প্রযুক্তিগতভাবে কারচুপি করে তৈরি করা হয়েছে এই ভিডিওটি। এবার সেই বিষয় নিয়ে সরব হলেন খোদ অমিতাভ বচ্চন (Amitabh Bacchan)।


সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটি ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে, একটি ডিপ নেকলাইন কালো পোশাক পরে এলিভেটরে ঢুকছেন রশ্মিকা। এক সাংবাদিক খুঁজে বের করেছেন আসল ভিডিওটি। এই ভিডিওটি আসলে জারা প্যাটেলের একটি Deepfake Video। এই জারা ইনস্টাগ্রামের একজন পরিচিত মুখ। আর এবার সেই বিষয় নিয়ে মুখ খুললেন অমিতাভ। 


অভিষেকের এই ভিডিওটিকে রিট্যুইট করে অমিতাভ লিখেছেন, 'এই ঘটনাটা খুব গম্ভীর এবং আইনত ব্যবস্থা নেওয়া উচিত।' প্রসঙ্গত, গুডবাই (Goodbye) ছবিতে একসঙ্গে কাজ করেছেন রশ্মিকা ও অমিতাভ।


প্রসঙ্গত,  রণবীর কপূর (Ranbir Kapoor) ও রশ্মিকা মান্দান্না (Rashmika Mandanna) অভিনীত 'অ্যানিম্যাল' ('Animal') মুক্তি পাবে সামনেই। শোনা গিয়েছিল আগেই যে মুক্তির দিন পিছিয়ে যাচ্ছে 'অ্যানিম্যাল' ছবির। ১ ডিসেম্বর ২০২৩-এ মুক্তি পাবে 'অ্যানিম্যাল'। 


কেন পিছিয়ে দেওয়া হল ছবির মুক্তির তারিখ। ১১ অগাস্টের বদলে ডিসেম্বরে ছবির মুক্তির কারণ হিসেবে পরিচালক বলেন, 'আমাদের ১১ অগাস্টে ছবির মুক্তি না করানোর একমাত্র কারণ গুণগত মান। আমি আপনাদের ছবির পোস্ট প্রোডাকশনের কাজের প্রক্রিয়া বলে বিরক্ত করতে চাই না। উদাহরণ হিসেবে, ছবিতে সাতটি গান রয়েছে এবং সেই সাতটা গানকে পাঁচটি ভাষায় গুণ করলে সংখ্যাটা দাঁড়ায় ৩৫-এ। ৩৫টি গান, বিভিন্ন ধরনের গীতিকার, ভিন্ন গায়ক গায়িকার দল, সবমিলিয়ে যেমন ভেবেছিলাম তার থেকে খানিক বেশি সময় লাগবে। হিন্দিতে যেমন গুণগত মানে পৌঁছেছি, বাকি ভাষার ক্ষেত্রেও আমি তেমনটাই চাই। মুক্তির পর যেন হিন্দি ডাবিং করা তামিল ছবি বা হিন্দি ডাবিং করা তেলুগু ছবির মতো না মনে হয়। সেই কারণেই আমরা সময় নিচ্ছি। এবং এর পিছনে অন্য কোনও কারণ নেই। আপনাদের শুধু এই কথাই দিতে পারি যে ১ ডিসেম্বর আমরা শ্রেষ্ঠ জিনিসটা নিয়ে আসছি।' সবশেষে তিনি বলেন, '১ ডিসেম্বর এসে পড়ুন প্রেক্ষাগৃহে, রণবীর কপূরের বিশ্বরূপ দেখতে।'


আরও পড়ুন: Top Entertainment News Today: অরিজিতকে পা ছুঁয়ে প্রণাম রণবীরের, 'বিগ বস'-এর বাড়ি বিপাকে অঙ্কিতা-ভিকি, বিনোদনের সারাদিন