মুম্বই: করোনা আবহেও কাজে ফিরলেন বলিউড অভিনেত্রী রবিনা টন্ডন। সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে তাঁর ৪৭ লক্ষের বেশি অনুগামীর সঙ্গে শ্যুটিংয়ের সেই দৃশ্য শেয়ার করেছেন তিনি। লিখেছেন, কাজের মধ্যে। বিজ্ঞাপনের শ্যুটিং। ব্যস্ত সোমবার। দীর্ঘ সময়ের পর সোমবারের পরিচিত আলসেমির স্বাদ।


রবিনা হচ্ছেন সেই কতিপয় অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে অন্যতম যিনি কোভিড লকডাউনেও শ্যুটিংয়ের কাজে ব্যস্ত ছিলেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি লকডাউনের দিনগুলিতে শ্যুটিংয়ের অভিজ্ঞতার কথা তিনি বিস্তারিত ভাবে জানিয়েছেন।


তিনি জানিয়েছেন, হাত গোনা কয়েকজনকে নিয়ে রেকর্ড সময়ের মধ্যে ওই শ্যুটিং শেষ করা হয়েছে। রবিনার কথায়, ‘‘কর্মীরা পিপিই পরে কাজ করেছেন। পিপিই পরে সামান্য চলাফেরা করলেও খচমচ করে শব্দ হচ্ছিল। সেই জন্যই শ্যুটিং চলাকালীন প্রত্যেকে অতিরিক্ত সতর্ক ছিলেন। শুধুমাত্র ক্যামেরাম্যান এবং সাউন্ডরেকর্ডিস্টকে ভিতরে ঢুকতে দেওয়া হয়েছিল। তাঁদের সঙ্গে থাকা যন্ত্রগুলিকে ভাল করে স্যানিটাইজ করা হয়।’’





রবিনা আরও জানিয়েছেন, শ্যুটিংয়ের সময় তিনিও কঠোরভাবে সামাজিক দূরত্ব মেনে চলেছেন। শ্যুটিংয়ে এতটাই কড়াকড়ি ছিল যে কোনও মেকাপ আর্টিস্ট বা হেয়ারড্রেসারকেও ভিতরে ঢুকতে দেওয়া হয়নি।


রবিনার কথায়, ‘‘এটা ছিল আমার কাছে পুরোপুরি আত্মনির্ভর শ্যুট। নিজেই মেকাপ করেছি। হেয়ার স্টাইল ঠিক করেছি। এটা অত্যন্ত কঠিন কাজ ছিল। এ কাজ করতে গিয়ে টিমের গুরুত্ব আরও উপলব্ধি করেছি। কিন্তু এটাও মেনে নিতে হয়েছে, জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এটাই নর্মাল।’’


রবিনা জানিয়েছেন, শ্যুটিং চলাকালীন সব সময়ই তাঁর সঙ্গে স্যানিটাইজার ছিল। তবে করোনা সংক্রমণের আগে থেকেই তিনি স্যানিটাইজার ব্যবহার করতেন।


লকডাউনের আগে রবিনা ‘কেজিএফ চ্যাপ্টার-২’এর শ্যুটিং করছিলেন। বর্তমানে তিনি কিছু বিজ্ঞাপনের শ্যুটিং করছেন।