এক অনুরাগীর প্রশ্ন, আমাকে বিয়ে করবেন? মজাদার জবাব রবিনার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 08 Jun 2018 03:49 PM (IST)
মুম্বই: বলিউডে তাঁর গ্ল্যামার, অভিনয় ক্ষমতা দিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন অভিনেত্রী রবিনা ত্যান্ডন। এবার নতুন করে বিয়ের প্রস্তাব পেলেন তিনি। প্রচারের আলো থেকে নিজেকে দূরেই রাখতে পছন্দ করেন তিনি। এবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাঁকে এক অনুরাগী এই প্রস্তাব দিয়েছেন। আর এর যে জবাব রবিনা দিয়েছেন তা খুবই আকর্ষণীয়। ৪৩ বছরের অভিনেত্রীর এক অনুরাগী জানতে চেয়েছেন, আমাকে বিয়ে করবেন? জবাবে রবিনা বলেছেন, দুঃখিত বন্ধু, এ কথা আমাকে জিজ্ঞাসা করতে আপনি ১৩ বছর দেরি করে ফেলেছেন। উল্লেখ্য, ব্যবসায়ী অনিল থাডবাণীর সঙ্গে ১৩ বছর আগে বিয়ে হয় রবিনার।