কলকাতা: চতুর্থ সর্বোচ্চ নাগরিক সম্মান 'পদ্মশ্রী' (Padma Shri) -তে সম্মানিত হলেন অভিনেত্রী রবিনা টন্ডন (Raveena Tandon) ও অস্কার (Oscar) বিজেতা সঙ্গীত পরিচালক ও সুরকার এম এম কীরাবাণী (MM Keeravani)। আজ, রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূ (President Draupadi Murmu)-র হাত থেকে রাষ্ট্রপতি ভবনে এই পুরস্কার তুলে নেন বিনোদন দুনিয়ার এই দুই তারকা।
আজকের 'পদ্মশ্রী' সম্মানের সভায় রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূ ছাড়াও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Home Minister Amit Shah)। এই সম্মানে ভূষিত হয়ে অভিনেত্রী রবিনা বলেন, 'আমি সম্মানিত এবং ধন্য। ভারত সরকারকে অনেক ধন্যবাদ সিনেমা ও শিল্পের প্রতি আমার ভালবাসাকে, অবদানকে সম্মানিত করার জন্য। তবে কেবল সিনেমা বা শিল্পে নয়, তাঁর বাইরেও বিভিন্ন কাজে নিজেকে নিয়োজিত করতে সরকার আমায় অনুমতি দিয়েছেন। আমার এই লম্বা সফরে যাঁরা যাঁরা আমার সঙ্গী হয়েছেন তাঁদের প্রত্যেককে আমার তরফ থেকে অনেক ধন্যবাদ। আর এই গোটা সফরে যিনি আমার হাত ধরে থেকেছেন, ধীরে ধীরে আমার উন্নতি দেখেছেন, আমায় যে কোনও বিষয়ে সাহায্য করেছেন, আগলে রেখেছেন, তিনি আর কেউ নন, আমার বাবা।'
আরও পড়ুন: Rakhi Sawant: নমাজের পড়ার সময় কেন অনাবৃত শরীরের একাংশ? ট্রোলড রাখী সবন্ত
প্রসঙ্গত, রবিনা টন্ডন বলিউডকে 'মোহরা' (Mohra), 'ম্যায় খিলাড়ি তু আনাড়ি' (Main Khiladi Tu Anari), 'সট্টা' (Satta), 'শূল' (Shool),-এর মতো সুপারহিট সব ছবি উপহার দিয়েছেন। কেজিএফ ২ (KGF 2)-তে তাঁর অভিনয়ের প্রশংসা হয়েছিল।
অন্যদিকে, সদ্য অস্কারের মঞ্চে নাটু নাটু (Nattu Nattu)-গানের জন্য সম্মানিত হয়েছেন সঙ্গীত পরিচালক ও সুরকার এম এম কীরাবাণী।
'আর আর আর' (RRR) ছবির হাত ধরে ফের বিশ্বের দরবারে গর্বিত হয়েছিল ভারত (Proud India)। 'গোল্ডেন গ্লোব' (Golden Globe Awards) পাওয়ার পরে '৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস'-এর (95th Academy Awards) মঞ্চে 'বেস্ট অরিজিন্যাল সং' (Best Original Song) বিভাগে সেরার শিরোপা পেয়েছে 'নাটু নাটু' (Naatu Naatu)। এস এস রাজামৌলি (SS Rajamouli) পরিচালিত, রাম চরণ (Ram Charan) ও জুনিয়র এনটিআর (Jr. NTR) অভিনীত 'আর আর আর' ছবির গান এই 'নাটু নাটু'। 'বেস্ট অরিজিন্যাল সং' বিভাগে মনোনীত হয়েছিল এই গান। এই বিভাগে মনোনয়ন পেয়েছিল 'টেল ইট লাইক এ ওম্যান' ছবির গান 'অ্যাপ্লজ', 'টপ গান: ম্যাভেরিক' ছবির 'হোল্ড মাই হ্যান্ড', 'ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার' ছবির 'লিফ্ট মি আপ' ও 'এভরিথিং এভরিহয়্যার অল অ্যাট ওয়ান্স' ছবির 'দিস ইজ এ লাইফ'। আন্তর্জাতিক স্তরে এটি তৃতীয় বড় স্বীকৃতি পেল চার্টবাস্টার 'নাটু নাটু'। এম এম কীরাবাণীর সঙ্গীত পরিচালনায়, চন্দ্রবোসের লেখায় এই গান ভারতীয় দর্শকের মন জয় করেছিল মুক্তির পরই।