মুম্বই: সম্প্রতি শোনা যাচ্ছে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের কোপে পড়েছে রবিনা ট্যান্ডনের আসন্ন ছবি ‘মাতর’। সূত্রের খবর ছবিতে যে ধর্ষণের দৃশ্য রয়েছে, তার নৃশংসতার জন্যেই এই ছবির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সিবিএফসি। যদিও সে দাবি নাকচ করে দিয়েছেন ছবির প্রযোজক অঞ্জুম রিজভি। তারপরই প্রযোজকের দাবি, এমন কোনও খবরের কথা তাঁর জানা নেই। তিনি আরও বলেন সোমবার ছবিটি দেখবে সিবিএফসি। এখনও পর্যন্ত এই ছবির ওপর কোনও নিষেধাজ্ঞা জারি হয়নি, দাবি প্রযোজকের।
তবে ছবি তৈরির সঙ্গে যুক্ত অপর এক ঘনিষ্ঠসূত্রের দাবি, শনিবার এই ছবি অর্ধেক দেখে বেরিয়ে যান সিবিএফসির সদস্যেরা। তারপরই নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত। এরপর ছবির প্রযোজকের অনুরোধে সিবিএফসির সদস্যদের সোমবার ছবিটি ফের দেখার কথা। তখন হয়তো তাঁরা সিদ্ধান্ত বিবেচনা করে দেখতে পারেন। তবে ছবিতে যে মাত্রায় হিংস্রতা দেখানো হয়েছে, তাতে ‘এ’ সার্টিফিকেট দিয়েও প্রচুর কাটছাঁট করতে হবে ছবিতে।
মাইকেল পেলিকোর লেখা এবং অ্যাস্টার সৈয়দের পরিচালনায় তৈরি এই ছবিটি মূলত একটি রিভেঞ্জ থ্রিলার। আগামী ২১ এপ্রিল ছবিটি পর্দায় আসার কথা ছিল, কিন্তু সিবিএফসি-র সঙ্গে সাম্প্রতিক এই ঝামেলায় এখন সম্ভবত পিছিয়ে যেতে পারে ‘মাতর’ মুক্তির তারিখ।
রবিনার ‘মাতর’ ধর্ষণের দৃশ্যের জন্যেই কি পড়ল সিবিএফসি-র কোপে? দাবি নাকচ প্রযোজকের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
17 Apr 2017 06:29 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -