দেখুন ‘টিউবলাইট’ দেখার পর বলিউড তারকাদের প্রতিক্রিয়া...
সোফি চৌধুরী- ‘টিউবলাইট’ সকলের হৃদয়ের কাছে রয়েছে। আমার মুখে বড় হাসি আর চোখে জল। সলমন খান দুরন্ত।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appহতে পারে সলমন খানের সদ্যমুক্তিপ্রাপ্ত ছবি ‘টিউবলাইট’-কে মিশ্র প্রতিক্রিয়া দিচ্ছে সমালোচকরা, কিন্তু বলিউড তারকারা একসুরে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। এক নজরে দেখে নেওয়া যাক কে কী বলেছেন--
নীল নিতিন মুকেশ- ‘টিউবলাইট’ মুক্তির জন্য সলমন খানকে অভিনন্দন। বরাবরের মতো এবারও আপনি মাতিয়ে দিলেন। ঈশ্বর আপনাকে সফল ও খুশি করুক।
প্রসঙ্গত, ১৯৬২ সালের ভারত-চিন যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি ‘টিউবলাইট’।
তরণ আদর্শ- ‘টিউবলাইট’ হতাশাজনক। ‘টিউবলাইট’ একটা দুর্বল প্রেক্ষাপট নিয়ে তৈরি।
মণীশ পল- সলমন ও সোহেলের মধ্যে অভিনয়ের সময়টা বেশ ভাল। সলমনের মতো সোহেল খানও দুরন্ত।
সুভাষ ঘাই- ‘টিউবলাইট’-এ অভিনেতা হিসেবে সলমন খানের কাজকে অভিনন্দন।
সোনাক্ষী সিংহ- সলমন খান ও সোহেল খান কে শুভেচ্ছা।
দিয়া মির্জা- ছবিতে আমার দুটি জিনিস ভাল লেগেছে। এক, গল্পের বর্ণনা করেছেন শাহরুখ, যা আশ্চর্যের। দ্বিতীয়, সলমনের নম্র, সৎ চরিত্রায়ণ।
রেমো ডিসুজা- যে ব্যক্তি সকলের জীবনকে উজ্জ্বল করেন, তিনি-ই সলমন খান। ‘টিউবলাইট’-এর শুরু থেকে শেষ পর্যন্ত আপনি সর্বশ্রেষ্ঠ।
প্রীতি জিন্টা- দ্বিতীয় ব্লকবাস্টারের জন্য সলমন খান ও কবির খানকে অভিনন্দন। পুরো সময়, সারল্য ও টিউবলাইটের দুনিয়া পছন্দ হয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -