রণবীর সম্পর্কে গুজবে অখুশি জাহ্নবী, মেয়েকে কী পরামর্শ দিলেন শ্রীদেবী
সম্প্রতি শ্রীদেবী একটি সাক্ষাত্কারে বলেছিলেন যে, অভিনেত্রী হওয়ার থেকে মেয়ে যদি বিয়ে করত তাহলে তিনি বেশি খুশি হতেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমেয়ের এই অনুযোগের জবাবে শ্রীদেবী বলেন, এটাই আমাদের জগত। এখানে যদি থাকতে চাও তাহলে এ সবের জন্য প্রস্তুত থাকতে হবে। এর আগে গুজব রটেছিল যে, বলিউড তারকাদের ওই সমাবেশে তাকে রণবীর শুভেচ্ছা জানানোয় আপ্লুত হয়ে গিয়েছিল জাহ্নবী। এরপর সে রণবীরকে অনুসরণ করছিল।
বলিউড অভিনেত্রী শ্রীদেবীর মেয়ে জাহ্নবী কপূর খুব শীঘ্রই বলিউডে পা রাখতে চলেছেন। তার আগে শ্রীদেবী নিজের মেয়েকে স্টারডম সম্পর্কে সতর্ক করে দিলেন। বললেন, সব কিছুর জন্য প্রস্তুত থাকতে হবে।
বলিউড তারকাদের একটি অনুষ্ঠানে রণবীর সিংহের পিছু ধাওয়া করেছিলেন শ্রীদেবী। এমনই গুজব ছড়িয়েছিল। শ্রীদেবী একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ওই গুজবে খুব ক্ষুব্ধ হয়েছিল জাহ্নবী।
শ্রীদেবী বলেছিলেন, জাহ্নবী তাঁকে জানিয়েছিল যে, ওই অনুষ্ঠানে সে গৌরি অ্যান্টির (গৌরি শিন্ডে, ইংলিশ ভিংলিশ-এর পরিচালক) সঙ্গে ছিল। তাহলে সে কীভাবে রণবীর সিংহের পিছু নিতে পারে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -