নয়াদিল্লি: এ কী কাণ্ড! ছবির নির্মাতারা দাবি করেছেন, ‘আঁখে’-র সিকোয়েল ‘আঁখে-২’-তে দেখা যাবে ইলিয়ানা ডিক্রুকে। কিন্তু অভিনেত্রী ম্যানেজার ওই দাবি মানতে নারাজ।
‘আঁখে-২’ সিনেমার লঞ্চ অনুষ্ঠানে অমিতাভ বচ্চন ও আর্শাদ ওয়ার্সি উপস্থিত ছিলেন। কিন্তু দেখা যায়নি ইলিয়ানাকে। যদিও নির্মাতারা একটি ভিডিও দেখিয়ে দাবি করেছেন, ইলিয়ানা সিনেমায় কাজ করবেন। ইলিয়ানার ম্যানেজার এই দাবি খারিজ করে দিয়েছেন।
সূত্রের খবর উল্লেখ করে সংবাদমাধ্যমে জানানো হয়েছে, ইলিয়ানাকে এই সিনেমায় অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু অভিনেত্রী তা নাকচ করে দিয়েছেন। তাই অনুমতি ছাড়াই তাঁর নাম ‘আখেঁ-২’-র নির্মাতারা ঘোষণা করেছেন বলে জানিয়েছেন ইলিয়ানার ম্যানেজার। এই ঘটনায় একেবারেই খুশি নন ইলিয়ানা।
সিনে মহলের সূত্র উল্লেখ করে সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক বছর ধরে কোনও সিনেমার জাঁকজমকপূর্ণ ঘোষণার প্রথা কমে গিয়েছে। শুধুমাত্র প্রযোজকদের অর্থ সংগ্রহের সুবিধার জন্য এ ধরনের অনুষ্ঠান এখন হয়। কোনও সিনেমায় বড় বড় তারকা থাকার কথা ঘোষণা করলে লগ্নিকারীদের দৃষ্টি আকর্ষণ করা যায়।
‘আঁখে’-র সিকোয়েলে তাঁর বিনা সম্মতিতেই নাম ঘোষণায় ক্ষুব্ধ ইলিয়ানা প্রযোজকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছেন বলে জানা গেছে।
‘আঁখে-২’ নির্মাতাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন ইলিয়ানা?
ABP Ananda, web desk
Updated at:
20 Aug 2016 07:42 AM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -