মুম্বই: বছর শেষে মুক্তি পেয়েছে প্রভাসের (Prabhas) 'সালার: পার্ট ১ - সিজফায়ার' (Salaar: Part 1 - Ceasefire)। ২০২৩ সালের শেষ লগ্নে এসে বক্স অফিস মাতিয়েছে তাঁর ছবি। এবার শোনা যাচ্ছে তাঁর নতুন ছবি নিয়ে ইতিমধ্যেই ব্যস্ত হয়ে পড়েছেন অভিনেতা। কার ফিল্মে দেখা যাবে তাঁকে?


নয়া অবতারে বড়পর্দায় ফিরছেন প্রভাস


শুক্রবার নতুন ছবির কথা ঘোষণা করেছেন পরিচালক মারুতি (Director Maruthi)। নিজের এক্স হ্যান্ডলে (পূর্ববর্তী ট্যুইটার) এদিন একটি পোস্টার শেয়ার করে পরিচালক ঘোষণা করেন তাঁর পরবর্তী কাজের কথা। সেখানে নয়া অবতারে দর্শকের সামনে আসতে চলেছেন প্রভাস। 


এদিন পোস্টার শেয়ার করে পরিচালক লেখেন, 'উত্তেজিত এবং এই মুহূর্তের জন্য বহুদিন ধরে অপেক্ষায় ছিলাম! আনন্দের সঙ্গে রেবেল স্টার (Rebel Star) প্রভাসকে নয়া অবতারে নিবেদন করছি। পোঙ্গলে সকলের সঙ্গে দেখা হচ্ছে।' অনুরাগীদের উত্তেজনা বাড়িয়ে একটি প্রভাসের রঙিন ছায়াসমেত 'প্রি-লুক' পোস্টার (Pre Look Poster) প্রকাশ করা হয় এদিন। ক্যাপশন থেকেই স্পষ্ট ছবির নাম বা প্রথম লুক প্রকাশ করা হবে পোঙ্গল উৎসবের আবহে। 


 






ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছেন টিজি বিশ্বপ্রসাদ ও বিবেক কুচিবোতলা। প্রভাসের আগামী এই ছবি সম্পর্কে আর কোনও তথ্য প্রকাশ্যে আনা হয়নি। 


আরও পড়ুন: Top Social Post: বিয়ের আসরে আরবাজের গান, সৌম্য-সন্দীপ্তার মধুচন্দ্রিমা, নজরে আজকের সোশ্যাল মিডিয়ার সেরা পোস্টগুলি


অন্যদিকে, গত ২২ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অ্যাকশন ড্রামা 'সালার: পার্ট ১ - সিজফায়ার'। বিশ্বজুড়ে এই ছবি ইতিমধ্যেই ৫০০ কোটির ওপরে ব্যবসা করে ফেলেছে। এই বছরের প্রথমার্ধে মুক্তি পেয়েছিল ওম রাউত পরিচালিত প্রভাস অভিনীত 'আদিপুরুষ', যে ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে এবং সেই সঙ্গে প্রবল সমালোচনার শিকার হয়, উস্কে দেয় অজস্র বিতর্ক। তারপর 'সালার' ছবির সাফল্য নিঃসন্দেহে অভিনেতার জন্য সুখকর। 'কেজিএফ ২' পরিচালক প্রশান্ত নীল এই ছবির পরিচালনা করেন, যেখানে প্রভাস ছাড়াও অভিনয় করেছেন পৃথ্বীরাজ সুকুমারন, শ্রুতি হাসান। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।