‘সরিয়ে দিন কন্ডোমের বিজ্ঞাপন থেকে সানির ছবি, মহিলাদের পক্ষে অস্বস্তিকর’, আবেদন এক সংগঠনের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 01 Mar 2017 12:23 PM (IST)
গোয়া: সানি লিওনের কন্ডোমের বিজ্ঞাপন সহ অন্য মহিলা অভিনেত্রী ও মডেলদের জন্ম নিয়ন্ত্রক ওষুধের বিজ্ঞাপন থেকে সরিয়ে দেওয়ার আবেদন জানিয়ে গোয়া মহিলা কমিশনে এক প্রস্তাবপত্র জমা দিল হিন্দু জনজাগ্রুতি সমিতির শাখা সংগঠন রনরাগিনী। গোয়া মহিলা কমিশনে জমা দেওয়া আবেদনে ওই সংগঠন দাবি করেছে, প্রকাশ্যে যৌন আবেদনপূর্ণ অবস্থায় কন্ডোমের বিজ্ঞাপনে সানি লিওনকে দেখে অনেক সময়ই অস্বস্তিতে পড়তে হয় পথ চলতি মহিলাদের। এমনকি জন্ম নিয়ন্ত্রক ট্যাবলেটের বিজ্ঞাপনেও মহিলাদের উপস্থিতি সাধারণ নারীদের জন্যে অস্বস্তিকর। এই সংগঠনের দাবি এই বিজ্ঞাপন থেকে ওই অংশগুলো সরিয়ে যদি প্রচার চালানো যায়, তাহলে সেটা সকলের পক্ষেই ভাল হয়। গোয়া মহিলা কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো বিষয়টা খতিয়ে দেখে, তারা প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করবে।