মুম্বই: ‘ভারত’ সিনেমার কাজ ছেড়ে দেওয়ার পর থেকেই প্রিয়ঙ্কা চোপড়ার সঙ্গে সলমন খানের মতবিরোধের জল্পনা শুরু হয়েছিল। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে দাবি করা হচ্ছে যে, সলমন এখন আর প্রিয়ঙ্কার সঙ্গে কাজ করতে রাজি নন। সম্প্রতি  বিনোদনজগত সংক্রান্ত একটি নিউজ পোর্টালে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, সলমনের জন্যই একটি বড় বাজেটের সিনেমায় কাজের সুযোগ হাতছাড়া হল প্রিয়ঙ্কার।
কিছুদিন আগে কর্ণ জোহরের শো-তে প্রিয়ঙ্কা চোপড়া জানিয়েছিলেন যে, খুব শীঘ্রই তাঁকে সঞ্জয় লীলা বনশালীর সঙ্গে কাজ করতে দেখা যেতে পারে। কিন্তু এখন মনে হচ্ছে, ওই সিনেমায় কাজ করার সুযোগ তাঁর হাতছাড়া হতে চলেছে। ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, বনশালীকে সলমন ও প্রিয়ঙ্কার মধ্যে কোনও একজনকে বেছে নিতে হত। এক্ষেত্রে তিনি সলমনকে বেছে নিয়েছেন।




যদিও এই প্রতিবেদনে প্রকাশিত তথ্য কতটা সঠিক, তা জানা যায়নি। এ কথা ঠিক যে, সঞ্জয় ফের বনশালীর সঙ্গে কাজ করছেন। সেই সঙ্গে এটাও ঠিক যে, কোনও সিনেমার ব্যাপারেই প্রিয়ঙ্কা বনশালীর সঙ্গে কথা বলছিলেন। কিন্তু একথা হলফ করা বলা কঠিন যে, বনশালীর একই সিনেমার সঙ্গে তাঁদের দুজনের কোনও যোগ রয়েছে কিনা।

কিছুদিন আগেই ‘ভারত’ সিনেমার প্রোমোশনের সময় সলমন বলেছিলেন যে, প্রিয়ঙ্কার ওপর তিনি মোটেই অসন্তুষ্ট নন। ভালো অফার পেলে দুজনকে একসঙ্গে কাজ করতে দেখাও যেতে পারে।
উল্লেখ্য, ‘ভারত’ সিনেমায় প্রথমে প্রিয়ঙ্কার অভিনয়ের কথা ছিল। সিনেমার আনুষ্ঠানিক ঘোষণাও হয়ে গিয়েছিল। কিন্তু নিক জোনাসের সঙ্গে বিয়ের জন্য ওই সিনেমার কাজ থেকে সরে দাঁড়িয়েছিলেন প্রিয়ঙ্কা।



এরপর প্রিয়ঙ্কার জায়গায় ক্যাটরিনা কাইফকে সিনেমায় নেওয়া হয়েছিল। ওই সিনেমা ইতিমধ্যেই মুক্তি পেয়েছে এবং বক্সঅফিসে দারুণ সাফল্য পেয়েছে।