অতসী মুখোপাধ্যায়, কলকাতা: কেটে গিয়েছে ১ মাস। আগামীকাল চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার (RG Kar News) একটা গোটা মাস পেরিয়ে যাবে। সুপ্রিম কোর্টে (Supreme Court) কালই শুনানি। তার আগে আজ ফের 'রাত দখল'। ফের রাত জাগবে বাংলা। কাল শিলিগুড়িতে ভোর দখলের ডাক। বিচার চেয়ে পথে টালিগঞ্জের কলাকুশলীরাও। দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বাদশা মৈত্র (Badshah Moitra)। 


প্রতিবাদে পথে শিল্পীরা, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বাদশার


আরজি কর কাণ্ডের প্রতিবাদে পথে অভিনয় জগতের শিল্পীরা। বাদশা মৈত্রের কথায়, 'যে অবান্তর দাবিগুলি শুনেছিলাম, ৭ দিনের মধ্যে ফাঁসি ইত্যাদি, এটা তো ঠিক যে বিচার ওভাবে হয় না। ওগুলো আসলে বিচারকে প্রহসনের চেষ্টা ছিল। প্রত্যেকদিন সংবাদ মাধ্যমে নতুন নতুন নাম, নতুন নতুন সম্ভাবনার কথা উঠে আসছে, এই প্রত্যেকটা লোকের আমরা মুখোশ খুলে দিতে চাই। ডাক্তারদের পাশে দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ব আমরা। এবং যে থ্রেট কালচার, যে সিন্ডিকেট রাজ, যার জন্য তিলোত্তমাকে অকালে চলে যেতে হল, এর নেপথ্যে যতগুলো মাথা আছে, প্রশাসনের যে দায়িত্বজ্ঞানহীন কাজ করেছে, তার নেপথ্যে যে মাথা আছে, তারও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।'


অভিনেত্রী পরিচালক মানসী সিন্হা এদিন এবিপি আনন্দকে বলেন, 'এক মাস পরেও পথে নামতে হচ্ছে, এক মাস পরেও আমরা বিচার পাইনি, এটা আমাদের লজ্জা, এটা আমাদের দুর্ভাগ্য। আমরা হাল ছাড়ব না। আমরা রাস্তায় আছি, রাস্তায় থাকব। We want justice না, we demand justice।' অভিনেত্রী অপরাজিতা আঢ্য বলেন, 'বিচারের জন্য লড়াই। সময় লাগছে ঠিকই। কিন্তু আমার মনে হয় এবার বিচার মিলতেই হবে। মানুষ এটা দেখিয়ে দিয়েছেন যে এরকমও হয়। যেভাবেই হোক বিচার চাই। বিচার আমরা চাই, এবং আমরা পরিকাঠামোগত বদল চাই। কেউ আমাদের চোখ রাঙাবে না, আমরা সুস্থভাবে বাঁচতে চাই। রাস্তাঘাটে, কাজের জায়গার কোথাও যেন আমাদের কেউ কর্তৃত্ব না ফলাতে পারে। আমরা আমাদের যোগ্যতায় চাকরি পাই। যখন প্রয়োজন পড়বে তখনই যেন সুস্থভাবে কাজ করতে পারি। একজন নাগরিক হিসেবে এটা আমার দাবি। একটা স্বাধীন দেশের নাগরিক হিসেবে সুরক্ষিত থাকতে পারব, এটা তো আমার জন্মগত অধিকার। ফলে এই সুযোগ পেতে আমি বাধ্য।'


 



আরও পড়ুন: RG Kar News: 'এক মাস পরেও পথে নামতে হচ্ছে এটা আমাদের লজ্জা', আরজি কর কাণ্ডের প্রতিবাদে মানসী সিন্হা


আরজি কর কাণ্ডে বিচার চেয়ে ক্রমশ চড়ছে আন্দোলনের সুর। এই পরিস্থিতিতে আগামীকাল সুপ্রিমকোর্টে ধর্ষণ-খুন মামলার শুনানি রয়েছে। কাল মুখবন্ধ খামে তদন্ত রিপোর্ট জমা দেবে সিবিআই। অন্যদিকে, ১৪ অগাস্ট রাতে আরজি কর মেডিক্যাল কলেজে হামলার ঘটনায় রিপোর্ট দেবে কলকাতা পুলিশ। এই পরিস্থিতিতে বিচারের আশায় বুক বাঁধছেন নির্যাতিতার বাবা-মা। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।