কলকাতা: আরজি কর কাণ্ডে তোলপাড় গোটা শহর, রাজ্য, রাজনীতি (RG Kar News)। মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে এখনও আন্দোলনে জুনিয়র চিকিৎসকেরা (Junior Doctors)। চলছে কর্মবিরতি। এই আন্দোলনরত চিকিৎসকদের মধ্যে অন্যতম মুখ কিঞ্জল নন্দ (Kinjal Nanda)। তিনি পেশায় চিকিৎসক এবং অভিনেতা (Doctor and Actor)। প্রথম দিন থেকে আন্দোলনে রয়েছেন তিনিও, চাইছেন বিচার। কিন্তু এর মাঝেও অন্যান্য কাজে ফিরতে হবেই। অন্তত অভিনয়ের পেশার খাতিরে কিছু প্রচারমূলক পোস্টও করতেই হয়। তেমনই আজকের তাঁর পোস্ট। কিন্তু ক্যাপশনে ঝরে পড়ল একরাশ দুশ্চিন্তা, বিচার কি আদৌ মিলবে? কী লিখলেন কিঞ্জল?


চলছে প্রতিবাদ, তারই মাঝে 'অন্য পোস্ট' কিঞ্জল নন্দের


সম্প্রতি ওটিটি স্ট্রিমিং প্ল্যাটফর্ম  জি ফাইভে মুক্তি পেয়েছে 'কাঁটায় কাঁটায়'। সেই সিরিজে অভিনয় করেছেন অভিনেতা কিঞ্জল দত্তও। তবে আরজি করের ঘটনার পর এই বিষয়ে তেমন কোনও পোস্ট তাঁকে করতে দেখা যায়নি। বরং তাঁর প্রোফাইলজুড়ে শুধুই প্রতিবাদের ডাক। এতদিন পরে, অবশেষে তিনি একটি প্রচারমূলক পোস্ট করলেন। যদিও সেই পোস্টের ক্যাপশ জুড়েও থাকল আরজি কর প্রসঙ্গ। সিরিজের একটি লুকে নিজের ছবি পোস্ট করে কিঞ্জল লেখেন, 'আমি জানি এই মুহূর্তে এই ধরণের পোস্ট... অনেকেই বিরোধিতা করবেন... কিন্তু বিশ্বাস করুন... আমরা কেউই এরকম থাকতে চাই না... নতুন করে জীবনের ছন্দে ফিরতে চাই... কিন্তু চাইলেই তো আর সব কিছু পাওয়া যায় না... যে বিচার আমরা চাইছি সেখান থেকেও অনেক দূরে আমরা জানি… কিন্তু তবুও সবসময় একই জিনিস নিয়ে থাকতে থাকতে হতাশা গ্রাস করছে... আমি জানি এখানে অনেক সাধারণ মানুষের অবস্থা আমার মতোই... যে নৃশংস ঘটনা ঘটে গিয়েছে সেটা সহজে আমরা কিছুতেই মন থেকে মুছে ফেলতে পারব না। তার মধ্যে যদি ইচ্ছে হয়, দেখবেন। যদি ভাল লাগে পাশের মানুষটিকে বলবেন। আন্দোলন যেন থেমে না থাকে, প্রতিবাদের আগুনটা যেন জ্বলতে থাকে… একজন পিকে বসুর খুব প্রয়োজন।' 


 



আরও পড়ুন: 'Mirzapur 3' Bonus Episode: 'মির্জাপুর ৩' বোনাস পর্বে রয়েছে বড় চমক, ফিরছেন মুন্না ভাইয়া?


সোশ্যাল মিডিয়ায় তারকারা 'সফট টার্গেট' হয়েই থাকেন। কিন্তু কিঞ্জলের এই পোস্টে কেবল পাশে থাকার বার্তা। অভিনেতা চিকিৎসকের পাশে দাঁড়িয়ে সাধারণ মানুষেরও দাবি, কাজ থেমে থাকলে চলবে না, তেমন প্রতিবাদ বন্ধ হলেও চলবে না। কেউ লিখলেন, 'তোমার কাজ দারুণ লেগেছে। প্রতিবাদ চলতে থাকুক।' আবার কেউ লিখলেন, 'আমি দেখেছি। সুন্দর কাজ হয়েছে। সেই 'হীরালাল' থেকে তোমার কাজ দেখছি। ছন্দে ফিরে এসো। প্রতিবাদী সত্ত্বার সঙ্গে একই ভাবে থাক শিল্পীসত্ত্বা।' আবার একজন লেখেন, 'আপনি এই আন্দোলনের অন্যতম মুখ্য কারিগর। আপনাকে ভুল বোঝার যোগ্যতা আমাদের নেই। আমি দেখেছি। আপনার চরিত্রটি বিশেষভাবে রোমাঞ্চকর। বেশ লাগল আপনাকে এবং পুরো সিরিজটাই।'


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।