কলকাতা: আরজি কর কাণ্ডের (RG Kar News) প্রতিবাদে যে শিল্পীরা সামনের সারিতে পথে নেমেছেন তাঁদের অন্যতম স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। পথে নামা থেকে, স্লোগানে গলা মেলানো হোক বা আন্দোলনকারী, ধর্নায় থাকা চিকিৎসকেদের সাহায্যের জন্য প্রাণপাত, সবেতেই দেখা গিয়েছে তাঁকে। আর এই আবহেই টলিউডের অন্দরেও মহিলাদের নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন। মলয়ালি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্দরে চলা নির্যাতনের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য তৈরি হয়েছে হেমা কমিটি রিপোর্ট (Hema Committee Report)। এরপর সরব হন বাংলা বিনোদন দুনিয়ার মহিলারাও। গঠন করা হয়েছে 'উইমেন্স ফোরাম' (Women's Forum)। নারী নিরাপত্তা প্রসঙ্গে কী বললেন স্বস্তিকা? 


কর্মক্ষেত্রে নারী নিরাপত্তা প্রসঙ্গে কী প্রতিক্রিয়া স্বস্তিকার?


'টেক্কা' মুক্তি পাবে পুজোয়। প্রকাশ্যে এসেছে ছবির টিজার। এখন টলিউডেও নারী নিরাপত্তার কথা উঠে আসছে বারবার। তবে অনেক সময়েই দেখা যায় যে কোনও মহিলা কারও বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনলে অনেকেই প্রশ্ন করেন অভিযোগ করতে এত দেরি হল কেন? এই বিষয়ে স্বস্তিকার মত জিজ্ঞেস করা হলে তাঁর সপাট জবাব, 'এটা একটা ভুল প্রশ্ন। এটা একটা অন্যায় প্রশ্ন, যে তোমার সঙ্গে যখন অস্বস্তিকর ঘটনা ঘটেছিল তখন কেন বলনি! আমার মনে হয় না এটা একজন মহিলার থেকে বেশি ভাল কেউ বুঝবে যে হঠাৎ করে একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হলে সেটাকে কাটিয়ে উঠতেই কতটা সময় লাগে। আমার ভিতর থেকে যখন সেই শক্তিটা আসবে যে এটা নিয়ে প্রকাশ্যে আমি কথা বলব এবং আরও পঞ্চাশটা লোক জানতে পারবে, তখনই আমি বলব। আমরা অবশ্যই একত্রিত হয়ে উইমেন্স ফোরাম অফ স্ক্রিন রাইটার্স প্লাস প্লাস সংগঠন করেছি। এটাকে আরও কীভাবে পরিষ্কারভাবে আমাদের কাজের জায়গায় বাস্তবায়িত করা যায় সেই নিয়ে প্রতিনিয়ত কাজ করছি। আরজি কর কাণ্ডের প্রতিবাদে মিছিলে হাঁটার পাশাপাশি, আমরা এটা নিয়েও কাজ করছি। আমার মনে হয় আগে যত সংখ্যক মেয়েরা মুখ খুলতে ভয় পেত, এখন সেটা ২ শতাংশ হলেও কমেছে। মানে একজন নির্যাতিতা মুখ খুললে তার দিকে কেউ কেউ আঙুল তুললেও তার পাশে দাঁড়াবে আরও মেয়েরা, সেই ভরসার জায়গা তৈরি করাটাও আমাদের দায়িত্ব। অন্যদের ওপর নির্ভর করার সময় চলে গেছে। আমরা চেষ্টা করব আমাদের পরের প্রজন্মের জন্য এই জায়গাটা যাতে নিরাপদ হতে পারে। নিরাপত্তাটা আমাদের ন্যূনতম অধিকার। আশা করছি কোথাও একটা পৌঁছতে পারব।'


আরও পড়ুন: Dev: 'উৎসব তো প্রতিবাদের অন্যতম ভাষা', আরজি কর কাণ্ডের আবহে পুজোয় ছবি মুক্তি প্রসঙ্গে বললেন দেব


প্রকাশ্যে এসেছে 'টেক্কা'র টিজার। সেখানে প্রথমেই বলা হচ্ছে, কলকাতার একটি নামী স্কুল থেকে এক শিশুকে অপহরণ করে পালিয়েছে দেবের চরিত্র ইকলাখ। দেবের গলায় শোনা যায়, 'এই পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ কী জানেন ম্যাডাম? গরিব হয়ে জন্মানো। তোমরা আমাদের কথা ভাবো কোনওদিনও? আমরা ভূতের মতো তোমাদের চারপাশে ঘুরে বেড়াই। একটা মুখও মনে থাকে? এবার থাকবে।' গোটা ঝলক জুড়েই যেন এক চোর পুলিশের খেলা। দেব বনাম রুক্মিণী। স্বস্তিকাকে এক মায়ের চরিত্রে দেখা যাবে। অভিনেত্রীর কথায়, 'আমার কাছে এটা চ্যালেঞ্জের যে মায়ের চরিত্রই আমি কতটা আলাদা করে করতে পারি।'


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।