কলকাতা: গোটা বাংলা এখন উত্তাল। আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে (RG Kar News), বিচার চেয়ে প্রায় প্রত্যেকদিনই পথে নামছেন সাধারণ মানুষ। লাগাতার আন্দোলনে রয়েছেন জুনিয়র চিকিৎসকেরা (Junior Doctors), চলছে তাঁদের কর্মবিরতি। এদিকে সামনেই আসছে পুজো। প্রতিবারের মতো এবারও পুজোয় বাংলা ছবি মুক্তি পাচ্ছে। তার মধ্যে অন্যতম দেবের (Dev) 'টেক্কা' (Tekka)। ছবির টিজার লঞ্চ অনুষ্ঠানে উৎসবে ফেরা প্রসঙ্গে কী মন্তব্য অভিনেতার?
পুজোয় আসছে 'টেক্কা', সোশ্যাল মিডিয়ায় জোর তরজা, কী বললেন দেব?
আরজি কর কাণ্ডের প্রতিবাদে যে শিল্পীরা পথে নেমেছেন তাঁদের অন্যতম মুখ স্বস্তিকা মুখোপাধ্যায়। পথে নেমেছেন আর্টিস্ট ফোরামের সদস্যরাও। তৃণমূল সাংসদ দেবও এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। দোষীদের শাস্তি চান প্রত্যেকেই। চান দ্রুত বিচার হোক। এই আবহেই মুখ্যমন্ত্রী বঙ্গবাসীকে 'উৎসবে ফেরা'র আবেদন জানিয়েছিলেন। যার পর জোর তর্জা সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনদের দাবি, 'আন্দোলনে থাকব, উৎসবে ফিরব না বিচার না পেলে'। পুজোয় সিনেমা মুক্তি অব্যাহত থাকায় একাধিক মানুষই সমালোচনা করেছেন নির্মাতাদের সিদ্ধান্তের। এই বিষয়ে দেবের প্রতিক্রিয়া কী?
পুজোয় দেবের প্রযোজনা সংস্থা 'দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স'-এর প্রযোজনায় আসছে নতুন ছবি। অভিনেতা ও প্রযোজক হিসেবে দেবের বক্তব্য, 'উৎসবের জন্ম হয়েছিল মানুষকে একত্রিত করার জন্য। জাতপাত ভুলে সকলের মিলিত হওয়ার জন্য উৎসবের জন্ম। ব্রিটিশদের থেকে স্বাধীনতার লড়াইয়ে উৎসব ছিল প্রতিবাদের অন্যতম ভাষা। উৎসব তো তোমার আমার একার নয়। এটা তো বাংলার প্রত্যেক মানুষের, একাধিক মানুষের রোজগারের জায়গা। পুজোর সময় কত মানুষ উৎসবে মাতেন না, ২৪ ঘণ্টা কাজ করেন, তাঁদের দু'টাকা বেশি রোজগারের সময়। এই আন্দোলনের আবহে আমাকে অজস্র প্রেক্ষাগৃহ থেকে ফোন করে জিজ্ঞেস করা হয়েছে, যে আমি সিনেমা রিলিজ করছি কি না। এক একটা প্রেক্ষাগৃহ ঘিরে গুচ্ছ মানুষ রোজগার করেন, সিনেমা রিলিজ না করলে তাঁদের সকলের কী হবে? আমার কোনও অধিকার নেই তাঁদের রোজগার আমি কেড়ে নেব! আমার লড়াই বাংলার সরকারের সঙ্গে হতে পারে, বাংলার মানুষের সঙ্গে নয়। উৎসবে ফিরছি না বলিনি মানে প্রতিবাদে নেই, তা নয়। দুটোর আলাদা মানে। উৎসবের মানেটা সোশ্যাল মিডিয়ার যুগে অন্য জায়গায় চলে গিয়েছে। উৎসব কখনও প্রতিবাদকে আটকায় না। বরং সকলকে একত্রিত করে নেওয়ার আহ্বান।'
পুজোয় প্রায় প্রতিবছরই ছবি মুক্তি পায় দেবের। মানুষ কেন 'টেক্কা' দেখবেন? নির্মাতা হিসেবে কতটা আত্মবিশ্বাসী তারকা? দেব বলছেন, 'আমার মনে নেই কোন বছরে আমি পুজোয় ছবি রিলিজ করিনি। যতদূর মনে পড়ছে আমি প্রত্যেক পুজোয় ছবি রিলিজ করেছি এবং পুজোয় সকলেই সবার সেরাটা দিতে চায়। এই সময় টিকিটের দাম একটু বেশি থাকে, এবার চেষ্টা করছি সেটাও কমাতে। মানুষ ওই ২ থেকে আড়াই ঘণ্টা মণ্ডপে না ঘুরে যে প্রেক্ষাগৃহে ঢুকবেন, তাঁকে শেষ ফ্রেম পর্যন্ত বসিয়ে রাখার দায়িত্ব থাকে। পুজোর উন্মাদনা অনেক বেশি, সেখানে ভুল করার জায়গা নেই। নির্মাতা হিসেবে আমরা আত্মবিশ্বাসী। 'টেক্কা' যাঁরা প্রেক্ষাগৃহে বসে দেখবেন প্রত্যেকে ছবির থ্রিল ও এমন একটা প্রচেষ্টা বাংলা ছবিতে করা হচ্ছে তাকে সাধুবাদ দেবেন বলে বিশ্বাস।'
পুজোয় সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় মুক্তি পাচ্ছে দেব, স্বস্তিকা মুখোপাধ্যায়, রুক্মিণী মৈত্র অভিনীত 'টেক্কা'। মুক্তি পেয়েছে চরিত্রদের লুক ও টিজার। এই আবহে প্রেক্ষাগৃহে কেমন সাড়া পায় এই ছবি তা সময় বলবে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।