কলকাতা: আরজি কর কাণ্ডের (RG Kar News) প্রতিবাদে সরব সাধারণ মানুষ থেকে শিল্পীদের অধিকাংশ। গোটা ঘটনার প্রতিবাদে গান বেঁধেছেন অরিজিৎ সিংহ (Arijit Singh)। এবার অরিজিতের পর আরজি কর কাণ্ডের প্রতিবাদে সরব শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শো পিছিয়ে দেওয়ার ঘোষণা করেন গায়িকা।
আরজি কর কাণ্ডের প্রতিবাদে সরব শ্রেয়া ঘোষাল
সেপ্টেম্বরে কলকাতায় এক সংস্থার হয়ে কনসার্ট করার কথা ছিল শ্রেয়া ঘোষালের। আরজি কর কাণ্ডের প্রতিবাদে এবার সেই শো পিছিয়ে দিলেন শ্রেয়া। তিনি এদিন দীর্ঘ পোস্টে লেখেন, 'কলকাতার ঘটনার নৃশংসতায় শিউরে উঠেছি। এই পরিস্থিতিতে কনসার্ট করার মতো অবস্থায় নেই। যে নৃশংস ঘটনা ঘটেছে, তা আমায় গভীর ভাবে প্রভাবিত করেছে। নির্যাতিতাকে যে ভাবে অত্যাচার করা হয়েছে, তাতে গায়ে কাঁটা দিচ্ছে', সোশাল মিডিয়ায় পোস্ট করলেন শ্রেয়া ঘোষাল। সেপ্টেম্বরের শো পিছিয়ে অক্টোবরে নতুন তারিখ ঘোষণা হবে বলে পোস্টে জানিয়েছেন গায়িকা।
ট্যুইটারে নিজের নন-ভেরিফায়েড হ্যান্ডল আরজি কর কাণ্ড নিয়ে মুখ খুলেছিলেন অরিজিৎ সিংহ। কিছুদিন আগে লাইভে এসে নানা কথা বলেন। অসহায়তার কথা তুলে বললেন, 'প্রশ্ন অনেক। যে উত্তর পাওয়া যাচ্ছে তাতে কেউই সন্তুষ্ট নয়। স্বাভাবিক। সবাই দেখতে পাচ্ছে। সবার বুদ্ধি আছে। আমি কোথায় কী নামব না নামব নিয়ে তাই নিয়ে রাজনীতি করার কোনও মানে হয় না। এটা খুবই তুচ্ছ বিষয়। যারা বলছে বলুক। যেন তেন প্রকারে একটা এনগেজমেন্ট নিয়ে দরকার সকলের, সেটা যদি বিতর্ক নিয়েই হয় তাহলেও অসুবিধা নেই।' তিনি বলে চলেন, 'আমার শুধু ভয় হচ্ছে যে আমরা হয়তো আবারও কোনও উত্তরই পাব না। কিন্তু তাও খুব আশা করছি, চোখ রেখে আছি খবরে। এই বিষয়টা ভাবাচ্ছে। ভয় ধরাচ্ছে। নানারকম কাজের মধ্যেও ঘুরে ফিরে এই ভাবনাই আসছে।'
আরও পড়ুন: Kunal Ghosh: 'মুখ বন্ধ কেন?' হঠাৎ দলের তারকা সাংসদ-বিধায়কদের তোপ কুণালের
আরজি কর কাণ্ডের প্রতিবাদে তিনি গান বেঁধেছেন। ভাঙা গলাতেই শোনালেন, 'আর কবে, আর কবে, আর কবে... চিত্ত স্বাধীন হবে?' সবশেষে তাঁকে বলতে শোনা যায়, 'সাবধানে থেকো। আমাদের সবকিছু মাথা ঠান্ডা করে করতে হবে। একদিন দুদিনের বিষয় তো নয়। ভুলে গেলে চলবে না এটা। দেবীপক্ষে দেবীর বিচার চাই।' নিজের নন-ভেরিফায়েড এক্স হ্যান্ডলে এই গান পোস্ট করেছেন অরিজিৎ।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।