আসছে 'সরকার থ্রি', এবারেও থাকছেন বিগ বি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 27 May 2016 01:54 PM (IST)
মুম্বই: আসছে 'সরকার'-এর থার্ড ইনস্টলমেন্ট। 'সরকার ৩'। রাম গোপাল বর্মা পরিচালিত এই ছবিতে ফের অভিনয় করতে দেখা যাবে অমিতাভ বচ্চনকে। বিগ বি স্বয়ং জানিয়েছেন একথা। তিনি বলেন, শীঘ্রই ছবির শ্যুটিং শুরু হবে। এর আগে রাম গোপাল বর্মার 'সরকার' এবং 'সরকার রাজ' দুটো ছবিতেই অভিনয় করেছিলেন বিগ বি। অমিতাভ বলেন, রাম গোপাল তাঁর ভালো বন্ধু। তাঁর সঙ্গে কাজ করতে বিগ বি পছন্দ করেন। বহু ছবিতেই বর্মার নির্দেশনায় কাজ করেছেন বিগ বি।