Live Updates: Rhea Chakraborty Arrested | রিয়া, সৌভিকের জামিনের আবেদনের শুনানি আগামীকাল
Rhea Arrested by NCB in SSR Case: সুশান্ত-মৃত্যুর ৮৭ দিনের মাথায় মাদক-যোগে এনসিবির হাতে গ্রেফতার হন রিয়া
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Last Updated:
09 Sep 2020 03:16 PM
রিয়া, সৌভিকের জামিনের আবেদনের শুনানি আগামীকাল
Rhea Arrested: রিয়া চক্রবর্তী ও তাঁর ভাই সৌভিকের জামিনের আবেদন হবে আগামীকাল। শুনানি হবে মুম্বইয়ের বিশেষ আদালতে। এমনটাই জানিয়েছেন রিয়ার আইনজীবী সতীশ মানশিণ্ডে।
Rhea Arrested: রিয়া চক্রবর্তী ও তাঁর ভাই সৌভিকের জামিনের আবেদন হবে আগামীকাল। শুনানি হবে মুম্বইয়ের বিশেষ আদালতে। এমনটাই জানিয়েছেন রিয়ার আইনজীবী সতীশ মানশিণ্ডে।
কঙ্গনার বিরুদ্ধে ড্রাগ-যোগ তদন্তের নির্দেশের পর মহারাষ্ট্রের স্বরষ্ট্রমন্ত্রীর দফতরে হুমকি-ফোন
কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে ড্রাগ-যোগ তদন্তের নির্দেশের পরেই মহারাষ্ট্রের স্বরষ্ট্রমন্ত্রীর দফতরে হুমকি-ফোন। গতকাল অনিল দেশমুখের নাগপুরের দফতরে হুমকি-ফোন আসে বলে অভিযোগ। অন্যদিকে, আজই হিমাচল থেকে মুম্বই ফিরছেন কঙ্গনা।
কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে ড্রাগ-যোগ তদন্তের নির্দেশের পরেই মহারাষ্ট্রের স্বরষ্ট্রমন্ত্রীর দফতরে হুমকি-ফোন। গতকাল অনিল দেশমুখের নাগপুরের দফতরে হুমকি-ফোন আসে বলে অভিযোগ। অন্যদিকে, আজই হিমাচল থেকে মুম্বই ফিরছেন কঙ্গনা।
Rhea Arrested: বাইকুল্লা জেলে পাঠানো হল রিয়া চক্রবর্তীকে। সুশান্ত মৃত্যু মামলায় মাদক-যোগে গ্রেফতারির পর গতকাল রিয়ার প্রথম রাত কাটে এনসিবি লক আপে। ১২টা নাগাদ ভাই শৌভিকের সঙ্গে রাতের খাবার খান তিনি। আজ সকাল থেকে শুরু হয় বাইকুল্লা জেলে যাওয়ার প্রস্তুতি।
Rhea Arrested: রিয়ার প্রথম রাত কাটল এনসিবির লক আপে, আজ পাঠানো হবে জেলে
সুশান্ত মৃত্যু মামলায় মাদক-যোগে গ্রেফতারির পর রিয়ার প্রথম রাত কাটল এনসিবির লক আপে। ১২টা নাগাদ ভাই শৌভিকের সঙ্গে রাতের খাবার খান তিনি। আজ সকাল থেকে শুরু হয় জেল যাত্রার প্রস্তুতি।
সুশান্ত মৃত্যু মামলায় মাদক-যোগে গ্রেফতারির পর রিয়ার প্রথম রাত কাটল এনসিবির লক আপে। ১২টা নাগাদ ভাই শৌভিকের সঙ্গে রাতের খাবার খান তিনি। আজ সকাল থেকে শুরু হয় জেল যাত্রার প্রস্তুতি।
Rhea Arrested: সুশান্ত-মৃত্যুর ৮৭ দিনের মাথায় মাদক-যোগে এনসিবির হাতে গ্রেফতার হন রিয়া
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ৮৭ দিনের মাথায় গতকাল মাদক-যোগে এনসিবির হাতে গ্রেফতার হন রিয়া। জামিনের আবেদন খারিজ হয়। এনসিবি হেফাজতে না চাওয়ায় ১৪ দিন জেল হেফাজতে থাকবেন সুশান্তের বান্ধবী।
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ৮৭ দিনের মাথায় গতকাল মাদক-যোগে এনসিবির হাতে গ্রেফতার হন রিয়া। জামিনের আবেদন খারিজ হয়। এনসিবি হেফাজতে না চাওয়ায় ১৪ দিন জেল হেফাজতে থাকবেন সুশান্তের বান্ধবী।
রিয়ার জামিনের আর্জি খারিজ। তাঁর ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এনসিবি-র লকআপেই রাত কাটাতে হবে সুশান্তের বান্ধবীকে।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে রিয়াকে আদালতে পেশ করে এনসিবি। সুশান্তের বান্ধবীকে ১৪ দিন বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। জামিনের আর্জি নিয়ে শুনানি চলছে।
রিম্যান্ড অ্যাপ্লিকেশনে ২১ সেপ্টেম্বর পর্যন্ত রিয়াকে বিচারবিভাগীয় হেফাজতে চাইল এনসিবি।
রিম্যান্ড অ্যাপ্লিকেশনে ২১ সেপ্টেম্বর পর্যন্ত রিয়াকে বিচারবিভাগীয় হেফাজতে চাইল এনসিবি।
রিম্যান্ড অ্যাপ্লিকেশনে ২১ সেপ্টেম্বর পর্যন্ত রিয়াকে বিচারবিভাগীয় হেফাজতে চাইল এনসিবি।
সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর ৮৭ দিনের মাথায় গ্রেফতার বান্ধবী রিয়া চক্রবর্তী। কৃতকর্মের ফল ভুগতেই হয়, প্রতিক্রিয়া প্রাক্তন বান্ধবী অঙ্কিতা লোখান্ডের।
সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর ৮৭ দিনের মাথায় গ্রেফতার বান্ধবী রিয়া চক্রবর্তী। কৃতকর্মের ফল ভুগতেই হয়, প্রতিক্রিয়া প্রাক্তন বান্ধবী অঙ্কিতা লোখান্ডের।
সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর ৮৭ দিনের মাথায় গ্রেফতার বান্ধবী রিয়া চক্রবর্তী। কৃতকর্মের ফল ভুগতেই হয়, প্রতিক্রিয়া প্রাক্তন বান্ধবী অঙ্কিতা লোখান্ডের।
ভগবান আমাদের সঙ্গে আছে, ট্যুইট সুশান্তের দিদি শ্বেতার।
গ্রেফতার করার পর রিয়াকে মেডিক্যাল টেস্টের জন্য নিয়ে গেল এনসিবি।
গ্রেফতার করার পর রিয়াকে মেডিক্যাল টেস্টের জন্য নিয়ে গেল এনসিবি।
রিয়া চক্রবর্তীর মুখোশ খুলে গিয়েছে। মাদক চক্রের সঙ্গে যে তাঁর যোগ ছিল, এটা স্পষ্ট হয়ে গিয়েছে। এর প্রমাণ পাওয়া গিয়েছে বলেই তাঁকে গ্রেফতার করা হয়েছে, মন্তব্য বিহারের ডিজিপি গুপ্তেশ্বর পাণ্ডের।
রিয়া চক্রবর্তীর মুখোশ খুলে গিয়েছে। মাদক চক্রের সঙ্গে যে তাঁর যোগ ছিল, এটা স্পষ্ট হয়ে গিয়েছে। এর প্রমাণ পাওয়া গিয়েছে বলেই তাঁকে গ্রেফতার করা হয়েছে, মন্তব্য বিহারের ডিজিপি গুপ্তেশ্বর পাণ্ডের।
রিয়া চক্রবর্তীকে এখনও আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করা হয়নি। গ্রেফতারি সংক্রান্ত কাগজপত্র এবং অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করা হচ্ছে, জানালেন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর ডেপুটি ডিরেক্টর কে পি এস মালহোত্র।
প্রেক্ষাপট
মুম্বই: সুশান্ত মৃত্যু মামলায় মাদক-যোগে গ্রেফতার রিয়া। টানা ৩ দিন জিজ্ঞাসাবাদের পর এনসিবির হাতে গ্রেফতার। বিকেল ৪টে নাগাদ গ্রেফতারি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা করা হবে। একটু পরেই রিয়ার মেডিক্যাল টেস্ট করা হবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -