Live Updates: Rhea Chakraborty Arrested | রিয়া, সৌভিকের জামিনের আবেদনের শুনানি আগামীকাল

Rhea Arrested by NCB in SSR Case: সুশান্ত-মৃত্যুর ৮৭ দিনের মাথায় মাদক-যোগে এনসিবির হাতে গ্রেফতার হন রিয়া

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 09 Sep 2020 03:16 PM

প্রেক্ষাপট

মুম্বই: সুশান্ত মৃত্যু মামলায় মাদক-যোগে গ্রেফতার রিয়া। টানা ৩ দিন জিজ্ঞাসাবাদের পর এনসিবির হাতে গ্রেফতার। বিকেল ৪টে নাগাদ গ্রেফতারি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা করা হবে। একটু পরেই রিয়ার মেডিক্যাল টেস্ট করা...More

রিয়া, সৌভিকের জামিনের আবেদনের শুনানি আগামীকাল
Rhea Arrested: রিয়া চক্রবর্তী ও তাঁর ভাই সৌভিকের জামিনের আবেদন হবে আগামীকাল। শুনানি হবে মুম্বইয়ের বিশেষ আদালতে। এমনটাই জানিয়েছেন রিয়ার আইনজীবী সতীশ মানশিণ্ডে।