মুম্বই: গতকালই সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর ঘটনায় বান্ধবী রিয়া চক্রবর্তী ও তাঁর পরিবারের বিরুদ্ধে এফআইআর করেন বাবা কে কে সিংহ। তাঁর বিরুদ্ধে কোটি-কোটি টাকা আত্মসাৎ, ঠকানো, আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মতো অভিযোগ আনা হয়েছে। এবার কে কে সিংহ-র আইনজীবী রিয়ার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ এনেছে।


প্রাক্তন অ্যাডিশনাল সলিসিটর জেনারেন বিকাশ সিংহের দাবি, মুম্বই পুলিশ এখন সুশান্তের মৃত্যুর ঘটনায় কোনও এফআইআর দায়ের করেনি। উল্টে সুশান্তের পরিবারের উপর চাপ সৃষ্টি করছিল কোনও বড় প্রোডাকশন হাউসের নাম করার জন্য। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, 'মুম্বই পুলিশ সুশান্তের পরিবারকে বলে সুুশান্তের মৃত্যুর ঘটনায় ৫-৬ টি প্রোডাকশন হাউসের নাম করতে। আমাদের যেখানে এদের বিরুদ্ধে কিছু বলার নেই, তাহলে তাদের নাম আনব কেন? হয়ত এই ঘটনায় কয়েকটি প্রোডাকশন হাউসের নাম উঠে এসেছে, তাবলে তাদের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করার তো কিছু নেই। মুম্বই পুলিশ আমাদের বলে রিয়ার কথা ভুলে যান, বড়-বড় প্রোডাকশন হাউসগুলোর নাম করুন।...মুম্বই পুলিশ ঘটনাটার অন্য রং দিতে চাইছে।'

কে কে সিংহর আইনজীবীর মতে, অন্যায় তখনই শুরু হয়েছিল, যখন পরিবারের সঙ্গে সুশান্তের যোগাযোগ জোর করে কমিয়ে দিচ্ছিলেন রিয়া চক্রবর্তী। ধীরে ধীরে অভিনেতার জীবনের সব ক্ষেত্রে প্রভাব খাটাতে শুরু করেন তিনি। আইনজীবীর জানান, “ রিয়া ইচ্ছাকৃতভাবে সুশান্তের সঙ্গে পরিবারের যোগাযোগ বন্ধ করে দিচ্ছিল। এই ব্যাপারে ২৫ ফেব্রুয়ারি সুশান্তের পরিবার মুম্বই পুলিশকে জানায়। তারা বলে, সুশান্ত মন্দ সংসর্গে পড়ে গেছেন। ''

পটনা পুলিশও প্রথমে এফআইআর নিতে ইতস্তত করছিল, কিন্ত মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের চাপে পড়েই এফআইআর নেয় তারা। দাবি সুশান্তের বাবার আইনজীবীর। পটনা পুলিশই বিষয়টির তদন্ত করুক, চান তাঁরা। এখনই সিবিআই তদন্তের দাবি করছে না অভিনেতার পরিবার।

আইনজীবীর অভিযোগ, সুশান্তকে রিয়াই ডাক্তারের কাছে নিয়ে যেতেন, ওষুধপত্র দিতেন। এ ব্যাপারে পরিবারের কাউকে কিছু জানাননি তিনি।