SUSHANT DEATH CASE LIVE UPDATES: ইডি দফতরে টানা ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ রিয়াকে, তদন্তে অসহযোগিতা করার অভিযোগ

সুশান্ত সিংহ রাজপুত মৃত্যু মামলায় এদিন রিয়া চক্রবর্তীকে ফের জিজ্ঞাসাবাদ ইডি-র। এদিন পুলিশ রিয়া ও সুশান্তর ফ্ল্যাটমেট সিদ্ধার্থ পিঠানিকে সকাল ১০ টায় হাজিরা দিতে বলেছিল।

Continues below advertisement

LIVE

Background

মুম্বই:  সুশান্ত সিংহ রাজপুত মৃত্যু মামলায় এদিন রিয়া চক্রবর্তীকে ফের  জিজ্ঞাসাবাদ ইডি-র। এদিন পুলিশ রিয়া ও সুশান্তর ফ্ল্যাটমেট সিদ্ধার্থ পিঠানিকে সকাল ১০ টায় হাজিরা দিতে বলেছিল। রিয়া  তাঁর ভাইয়ের সঙ্গে পৌনে এগারোটা নাগাদ ইডি দফতরে আসেন। সঙ্গে ছিলেন তাঁর বাবা-মা-ও।   ইডি দফতরে রিয়ার প্রাক্তন ম্যানেজার শ্রুতি মোদিও। রিয়ার বাবা ইন্দ্রজিত্ চক্রবর্তীকেও ইডি  জিজ্ঞাসাবাদ করবে বলে জানা গেছে।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় রিয়ার ভাইকে গতকাল রাতভর জিজ্ঞাসাবাদ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের!

সুশান্ত মৃত্যু মামলায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে সিবিআই।

অন্যদিকে, মৃত অভিনেতার বাবা, সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তী ও তাঁর পরিবারের বিরুদ্ধে আর্থিক তছরুপের যে অভিযোগ করেছেন, তার ভিত্তিতে তদন্ত চালাচ্ছে আরেক কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও।  ১৪ লক্ষ টাকা আয় করে কী করে ৭৬ লক্ষ টাকা দিয়ে কিনেছিলেন ফ্ল্যাট?

কোথা থেকে পেয়েছিলেন টাকা? তা নিয়ে শুক্রবার রিয়াকে প্রায় ন’ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় বলে ইডি সূত্রে খবর।রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে সুশান্তের অ্যাকাউন্ট থেকে  ১৫ কোটি টাকা লোপাটের অভিযোগ তুলে এফআইআর করেছেন সুশান্তের বাবা।

সেই মামলায় গত শুক্রবার রিয়ার পাশাপাশি তাঁর বাবা ইন্দ্রজিত্‍ চক্রবর্তী, রিয়ার চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট রীতেশ শাহ,এবং বিজনেস ম্যানেজার শ্রুতি মোদিকেও জিজ্ঞাসাবাদ করে ইডি। শ্রুতি মোদি সুশান্ত সিং রাজপুতের সঙ্গেও কাজ করেছেন। সূত্রের খবর, সেদিন রিয়ার ভাইকেও কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করে ইডি। পরদিন শনিবার আরও এক দফায় জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে।

আর এবার রাতভর প্রায় ১৮ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ!

এরই মাঝে সূত্রের খবর, সুশান্তের প্রেমিকা রিয়ার বয়ানে সন্তুষ্ট নন ইডির তদন্তকারীরা। সোমবার ফের রিয়া ও তাঁর বাবা ইন্দ্রজিত্‍ চক্রবর্তীকে তলব করা হয়েছে।

এদিকে এরইমধ্যে রিয়ার কল রেকর্ডস বিশ্লেষণ করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। পুলিশ সূত্রে দাবি,সুশান্ত যখন মুম্বইয়ের বাইরে ছিলেন, তখন পরিচালক মহেশ ভাটের সঙ্গে রিয়ার ৯২ মিনিট কথা হয়েছিল।

২০ থেকে ২৫ জানুয়ারির মধ্যে তাঁদের সবচেয়ে বেশি কথা হয়।রিয়াকে ৭ বার ফোন করেন মহেশ ভাট।

এদিকে সুশান্তের সঙ্গে রিয়ার ১৪২ বার ফোনে কথা হয়।

সূত্রের দাবি, রিয়া সবচেয়ে বেশিবার তাঁর মার সঙ্গে ফোনে কথা বলেছিলেন। ৮৯০ বার।

ভাইয়ের সঙ্গে ৮০০ বার ফোনে কথা হয়।সুশান্তের সেক্রেটারির সঙ্গে রিয়ার ১৪৮ বার কথা হয়।

অর্থাৎ‍, অবাক করা বিষয় হল, রিয়ার সবচেয়ে কম কথা হয়েছিল সুশান্তের সঙ্গে!

Continues below advertisement
Sponsored Links by Taboola