নয়াদিল্লি: আজ সুশান্ত সিংহ রাজপুতের ৩৭তম জন্মদিন (Sushant Singh Rajput Birth Anniversary)। সোশ্যাল মিডিয়া ভরেছে তাঁর অনুরাগীদের পোস্টে। সুশান্তের দিদিও পোস্ট করেছেন ভাইয়ের জন্মদিন। রিয়া চক্রবর্তীও (Rhea Chakraborty) এদিন সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেন। প্রেমিকের সঙ্গে দুটো ছবি পোস্ট করেন রিয়া। কী লিখলেন সেখানে?
জন্মদিনে সুশান্তকে স্মরণ রিয়ার
২০২০ সালের ১৪ জুন নিজের মুম্বইয়ের ফ্ল্যাটে মৃত অবস্থায় পাওয়া যায় সুশান্ত সিংহ রাজপুতকে। আর তাঁর এই মৃত্যুর তদন্তে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয় অভিনেত্রী ও প্রেমিকা রিয়া চক্রবর্তীকে। ২৮ দিন জেলবন্দি থাকার পর তাঁকে জামিন দেওয়া হয়। এই কঠিন সময় সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ট্রোল হন অভিনেত্রী, তবে পাশে পেয়েছিলেন বন্ধু ও সহকর্মীদের।
এদিন সুশান্তের জন্মদিনে তাঁর সঙ্গে দুটি ছবি পোস্ট করেন রিয়া। ক্যাপশনে 'ইনফিনিটি' সাইনের সঙ্গে লেখেন যোগ ১। প্রথম ছবিতে তাঁদের দুটো কাপের পিছনে পোজ দিতে দেখা যায়। পরের ছবিতে তাঁদের একটা হাসিখুশি সেলফি। রিয়া চক্রবর্তীর বন্ধু, শিবানী দান্ডেকর ও কৃষ্ণা শ্রফ, কমেন্ট করেছেন তাঁর পোস্টে। তবে আজও নেটিজেনরা রইলের দুই ভাগে বিভক্ত হয়ে। বেশিরভাগই রিয়ার পোস্টের মাধ্যমে সুশান্তকে স্মরণ করেন, তবে অনেকেই আবার অভিনেতার মৃত্যুর জন্য রিয়াকেই দোষ দেন।
সুশান্তের বান্দ্রার বাড়িতে রিয়ার সঙ্গেই থাকতেন অভিনেতা। তবে সেখান থেকে বেরিয়ে যাওয়ার কিছুদিন পরই সুশান্তকে মৃত অবস্থায় পাওয়া যায়। তদন্তের পথে রিয়া ও তাঁর ভাই সৌভিক চক্রবর্তীকে গ্রেফতার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। বলিউডের সঙ্গে মাদক যোগের অভিযোগে তাঁদের গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: Sushant Singh Rajput: 'সুশান্ত সিংহ রাজপুত মাত্র ২ ঘণ্টা ঘুমোতেন,' জানিয়েছিলেন তাঁর সহ-অভিনেত্রী
অন্যদিকে, কাজের ক্ষেত্রে, রিয়াকে শেষ দেখা গিয়েছিল ২০২১ সালে মুক্তি প্রাপ্ত রামি জেফ্রির 'চেহরে' ছবিতে। প্রায় ১ বছর পর রিয়া একটি রেডিও স্টেশন থেকে ভিডিও পোস্ট করেন। ক্যাপশনে লেখেন, 'গতকাল আমি প্রায় ২ বছর পর কাজে গেলাম। যাঁরা যাঁরা আমার কঠিন সময়ে আমার পাশে দাঁড়িয়েছিলেন সকলকে ধন্যবাদ। যাই হয়ে যাক, সূর্যোদয় হবেই। কখনও হাল ছেড়ো না।'