মুম্বই: ১+১ = ৩। সোশ্যাল মিডিয়ায় এভাবেই বাবা-মা হওয়ার সুখবর ভাগ করে নিলেন রিচা চাড্ডা এবং আলি ফজল। তাঁদের সংসারে আসছে নতুন সদস্য। অভিভাবক হতে চলেছেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় সুখবর ভাগ করে নিলেন তারকা জুটি। আর তাঁদের এই ঘোষণার পর উপচে পড়ছে কমেন্ট বক্স। শুভেচ্ছা-ভালবাসায় ভরে যাচ্ছেন হবু মা-বাবা।
পোস্টের ক্যাপশনে তারকা দম্পতি লেখেন, 'একটা ছোট্ট হার্টবিট এখন আমাদের কাছে পৃথিবীর সব থেকে গুরুত্বপূর্ণ শব্দ।' হবু বাবা-মায়ের পোস্ট দেখেই অনুরাগীরা শুভেচ্ছা বার্তা পাঠাতে থাকেন। শুভেচ্ছা জানান আয়ুষ্মান খুরানা, তিলোত্তমা সোম, ম্রুণাল ঠাকুর, কৃতি খরবন্দাও । ফুকরে ছবির সেট থেকে মন দেওয়া নেওয়া শুরু দুই তারকার। বিয়ে সেরেছেন গত বছরই। আর এবছর তাঁরা অনুরাগীদের দিলেন সুখবর।
বৃহস্পতিবারই মা হওয়ার খবর দিয়েছেন আরও এক বলিউড তারকা। মা হতে চলেছেন 'উরি' অভিনেত্রী ইয়ামি গৌতম (Yami Gautam)। বাবা হবেন আদিত্য ধর। 'আর্টিকেল ৩৭০' -র প্রচারে এসে আদিত্য দিলেন, তাঁদের সন্তান আসার খবর।
এতদিন পর্যন্ত সন্তানের খবর পাঁচকান হোক চাননি তাঁরা। সুখবরটা গোপনেই রেখেছিলেন ইয়ামি ও আদিত্য। ঠিক যেমনটা রেখেছিলেন বিরাট কোহলি (Virat Kohli) ও অনুষ্কা শর্মা (Anushka Sharma)। এতদিন পর্যন্ত পাপারাৎজিরা ক্যামেরা তাক করলেই, ওড়না দিয়ে বেবিবাম্প ঢেকেছেন ইয়ামি। তবে বৃহস্পতিবার ছবির প্রচারে এসে আদিত্য সবাইকে দিলেন সেই খবর , 'সন্তান আসছে'। ইয়ামি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। চলতি বছরের মে মাসেই সন্তান জন্মের কথা ইয়ামির। এদিন আদিত্য মঞ্চেই বলেন, 'আমরা এখনও জানি না আমাদের কোলে লক্ষ্মী আসতে চলেছেন নাকি গণেশ।'
আরও পড়ুন, ভোটের আগে বড় ঘোষণা! 'লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 'দ্বিগুণ' বাড়ল ভাতা
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে