কলকাতা: হাতে আর মাত্র মাসখানেক। তাই এখন থেকেই বিয়ের প্রস্তুতি শুরু করে দিয়েছেন বলিউড সেলিব্রিটি রিচা চাড্ডা ও আলি ফজল। সূত্রের খবর অনুযায়ী, বিয়ের আগের কিছু অনুষ্ঠানের জন্য রাজধানী থেকে তিন ঘণ্টার দূরত্বে দিল্লি-জয়পুর হাইওয়ের কাছে একটি রাজকীয় ঐতিহ্যবাহী দুর্গ বেছে নিয়েছেন এই কাপল। ১১০ বছরের পুরনো এই প্রাসাদটি দেশের সবচেয়ে পুরনো ক্লাব হিসাবে পরিচিত। ১৯১৩ সালে প্রতিষ্ঠিত হয় এই ক্লাব। প্রাক্‌ বিবাহের একটি অনুষ্ঠান হবে এখানে। এই ক্লাবের সদস্য হওয়ার জন্য ৩৭ বছরের অপেক্ষার তালিকাও রয়েছে, এমনটাই জানানো হয়েছে ক্লাবের তরফে। এ মাসের শেষের দিক থেকেই শুরু হয়ে যাবে রিচা-অলীর বিয়ের বিভিন্ন অনুষ্ঠান। প্রি ওয়েডিং ফটোশুটও ইতিমধ্য়েই সেরে ফেলেছেন রিচা ও আলি।                                           


আরও পড়ুন...


Sreelekha Mitra: নন্দনে স্ক্রিনিং হল পরিচালক শ্রীলেখা মিত্রর ছবি ‘এবং ছাদ’-এর


সূত্রের পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে,  সীমিত গণ্ডিতে বিয়ে সারবেন জুটিতে। বন্ধুবান্ধব আর পরিজনেরা ছাড়া আর কেউই থাকবেন না অনুষ্ঠানে। পরে জানা গেল, সেই ঘনিষ্ঠ বৃত্তেই নিমন্ত্রিত হয়েছেন ৪০০ জনের বেশি। নিমন্ত্রিতের সংখ্যা আরও বাড়তে পারে। বিয়ে উপলক্ষে দক্ষিণ মুম্বইয়ের একটি হোটেলে দু’দিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।                              


আলি-রিচা বিয়ের অনুষ্ঠানে সংগীত সেরেমনিও থাকবে। বিয়েতে সংগীতে বিশেষ পারফরম্যান্সও দেখা যেতে পারে ।জানা যাচ্ছে 'সংগীত সেরেমনির পর বিয়ে হবে সমস্ত রকম ঐতিহ্যবাহী রীতি-নীতি মেনেই। তবে এই অনুষ্ঠান হবে অনেক বেশি পারিবারিক। তিনটি রিসেপশনের ভেন্যু বেছে নেওয়া হয়েছে ইতিমধ্য়ে। একটি ছোট করে অনুষ্ঠান হবে, যেখানে কাছের মানুষজন ও বন্ধুরা থাকবে। মুম্বইতে আলি-রিচা যে বড় পার্টি দেবেন সেখানে ইন্ডাস্ট্রির বন্ধুবান্ধবরা থাকবেন, থাকতে পারেন বলিউডের বেশকিছু তাবড় সেলিব্রিটিরাও। পাশাপাশি দিল্লির রিসেপশনে থাকবে রিচার পরিবার। জমকালো এই বিয়ের অনুষ্ঠান কেমন হবে এখন তার দিকেই তাকিয়ে আছে বলিউড।