নয়াদিল্লি: কিছুদিন আগেই সব ধরনের ভারতীয় ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন সুরেশ রায়না। তাঁর দেখানো পথেই অবসর ঘোষণা করলেন তাঁর প্রাক্তন চেন্নাই সুপার কিংস সতীর্থ রবিন উথাপ্পা (Robin Uthappa)। ভারতের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী তারকা বুধবারই (১৪ সেপ্টেম্বর) সব ধরনের ভারতীয় ক্রিকেট থেকে নিজের অবসরের কথা ঘোষণা করেন।
সোশ্যাল মিডিয়ায় অবসর ঘোষণা
সব ধরনের ভারতীয় ক্রিকেট থেকে অবসর নেওয়ায় উথাপ্পা আন্তর্জাতিক কেরিয়ারের পাশাপাশি শেষ হল তাঁর আইপিএল কেরিয়ারও। তবে এর ফলে তিনি বিভিন্ন বিদেশি লিগে খেলতে পারেন।ইতিমধ্য়েই ভারতীয় বোর্ডের তরফে বিদেশি লিগে খেলার জন্য উথাপ্পা ছাড়পত্র পেয়ে গিয়েছেন বলেই খবর। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে অবসরের কথা জানিয়ে উথাপ্পা লেখেন, 'দেশ এবং কর্ণাটকের হয়ে প্রতিনিধিত্ব করাটা আমার জন্য বিরাট গর্বের বিষয় ছিল। তবে সব ভাল জিনিসই কোথাও না কোথাও শেষ হয়। ভারাক্রান্ত হৃদয়ে আমি সব ধরনের ভারতীয় ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। সকলকে অনেক ধন্যবাদ।'
দুইবার আইপিএলজয়ী
২০০৪ সালে ভারতের অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ দলের সদস্য ছিলেন উথাপ্পা। সিনিয়র দলের হয়ে তাঁর দুই বছর পর, ২০০৬ সালে অভিষেক ঘটান উথাপ্পা। জাতীয় দলের হয়ে ৪৬টি ওয়ান ডে এবং ১৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। ২০০৭ সালে ভারতের বিশ্বজয়ী টি-টোয়েন্টি দলের সদস্য ছিলেন উথাপ্পা। কর্ণাটকের হয়ে ঘরোয়া ক্রিকেটে তো একাধিক জিতেছেনই, পাশাপাশি ২০১৪ সালে কলকাতা নাইট রাইডার্স ও ২০২১ সালে চেন্নাই সুপার কিংসের হয়ে দুইবার আইপিএলও জিতেছেন উথাপ্পা। আইপিএলের ১৫ মরসুমে ছয় ছয়টি ফ্রাঞ্চাইজির হয়ে মাঠে নেমেছেন ৩৬ বছর বয়সি তারকা ব্যাটার। তবে কেকেআরের জার্সিতেই তিনি সবথেকে সফল। এবার সম্ভবত তাঁকে বিদেশি ফ্রাঞ্চাইজি লিগেই খেলতে দেখা যাবে।
আরও পড়ুন: আরও তিন বছর বোর্ড সভাপতির দায়িত্ব পালন করতে পারবেন সৌরভ