Gourav Riddhima: সোহাগে আদরে... অন্নপ্রাশনে প্রথমবার ধীরকে প্রকাশ্যে আনলেন গৌরব-ঋদ্ধিমা

Dheer's First Photo: সোশ্যাল মিডিয়ায় খুদের ছবি শেয়ার করে গৌরব-ঋদ্ধিমা লিখেছেন, 'এই যে ছোট্ট ধীর তোমাদের হ্যালো বলতে এসেছে।'

Continues below advertisement

কলকাতা: আগেই তিনি জানিয়েছিলেন, একরত্তির মুখ প্রকাশ্যে আসবে অন্নপ্রাশনে। প্রথমবার। সেই কথা মেনেই, ছোট্ট ধীরকে জনসমক্ষে আনলেন গৌরব চক্রবর্তী (Gourav Chakraborty) ও ঋদ্ধিমা ঘোষ (Riddhima Ghosh)। বুধবার অন্নপ্রাশন হল গৌরব-ঋদ্ধিমা পুত্রের। সোশ্যাল মিডিয়ায় খুদের ছবি শেয়ার করে গৌরব-ঋদ্ধিমা লিখেছেন, 'এই যে ছোট্ট ধীর তোমাদের হ্যালো বলতে এসেছে।'

Continues below advertisement

সোশ্যাল মিডিয়ায় গৌরব ও ঋদ্ধিমা যে ছবি শেয়ার করে নিয়েছেন, তাতে রয়েছে রঙমিলান্তি। ঋদ্ধিমা পরেছেন লাল শাড়ি। খোঁপা করে বাঁধা চুলের মধ্যে একচিলতে সিঁদুর। আর গৌরব পরেছেন সাদার ওপর লাল কাজ করা পাঞ্জাবি। সেই একই ধুতি-পাঞ্জাবিতে সেজেছে খুদে ধীরও। মোট ৪টি ছবি শেয়ার করে নিয়েছেন গৌরব-ঋদ্ধিমা। অনুরাগীরাও তাঁদের এই মিষ্টি ছবির কমেন্টবক্স ভরিয়েছেন ভালবাসা, শুভেচ্ছায়। 

সদ্য 'যকের ধন' সিরিজের নতুন ছবির শ্যুটিং শেষ করে ফিরেছেন গৌরব। পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) ও কোয়েল মল্লিক (Koel Mallick)-এর সঙ্গে সায়ন্তনের ঘোষালের নতুন এই ছবির শ্যুটিং চলছিল জয়সলমীরে। বেশ লম্বা শিডিউল শেষ করেছেন তাঁরা। আর এই শ্যুটিংয়ের কারণেই, ঋদ্ধিমার জন্মদিনে তাঁর পাশে থাকতে পারেননি গৌরব। দূর থেকেই শুভেচ্ছা জানাতে হয়েছিল প্রেয়সীকে। তবে মিস করেননি খুদের অন্নপ্রাশন। সমস্ত কাজ মিটিয়ে, একরত্তি ধীরের বিশেষ দিনে গৌরব এক্কেবারে ফ্যামিলি ম্যান। রইলেন স্ত্রী-পুত্রের পাশেই। 

বাবা সব্যসাচী চক্রবর্তী, মা মিঠু চক্রবর্তী, ভাই অর্জুন চক্রবর্তী সহ সবাই উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। রোজকার জীবনে তাঁরা আলাদা থাকলেও, বিভিন্ন উৎসব অনুষ্ঠানে এক্কেবারে এক পরিবার হয়ে, একসঙ্গে সময় কাটান তাঁরা। এমনকি চেষ্টা করেন সপ্তাহের একটা দিন সবাই মিলে একসঙ্গে কাটাতে। পরিবারের প্রায় সবাই চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত হলে, পরিবারের জন্য সময় বের করতে তাঁদের জুড়ি মেলা ভার। অনুষ্ঠানে হাজির ছিলেন ঋদ্ধিমার বাবাও। 

 

 

আরও দেখুন: Chiranjeet Exclusive: পালটে গেছে কী? পালটে যাওয়া দেখছেন কীভাবে? ছবি-কথায় খোলামেলা চিরঞ্জিৎ | ABP Ananda LIVE

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

Continues below advertisement
Sponsored Links by Taboola