কোভিড আক্রান্তদের চিকিৎসার জন্য প্লাজমা দান, স্বামী ভরতকে নিয়ে গর্বিত ঋদ্ধিমা কপুর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 05 Jul 2020 08:18 AM (IST)
স্বামী ভরত সাহনীকে নিয়ে তিনি গর্বিত ঋদ্ধিমা কপুর। কারণ করোনা মহামারীর সময়ে গুরুতর অসুস্থ রোগীদের প্রাণরক্ষার জন্য ঋদ্ধিমার স্বামী প্লাজমা দান করছেন। স্বামীর প্লাজমা দানের ব্যাপারে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন ঋদ্ধিমা কপুর।
মুম্বই: স্বামী ভরত সাহনীকে নিয়ে তিনি গর্বিত ঋদ্ধিমা কপুর। কারণ করোনা মহামারীর সময়ে গুরুতর অসুস্থ রোগীদের প্রাণরক্ষার জন্য ঋদ্ধিমার স্বামী প্লাজমা দান করছেন। স্বামীর প্লাজমা দানের ব্যাপারে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন ঋদ্ধিমা কপুর। একটি ছবি শেয়ার করেছেন তিনি, যেখানে দেখা যাচ্ছে যে হাসপাতালে একটি চেয়ারে বসে আছেন ভরত এবং প্লাজমা ডোনেট করছেন। প্রসঙ্গত, গত ৩০ এপ্রিল বাবা ঋষি কপুর মারা যাওয়ার পর থেকে বাপের বাড়ি এসে রয়েছেন ঋদ্ধিমা। জামাই ভরতের কাজে খুশি হয়েছেন শাশুড়ি নীতু কপুরও। তিনিও লিখেছেন, ওয়েল ডান। তোমার এমন কাজ আরও অনেককে অনুপ্রাণিত করবে। অসুস্থ মানুষকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনার জন্য আরও বেশি সংখ্যক মানুষ এগিয়ে আসবেন, যা এই মহামারীর সময়ে অত্যন্ত জরুরি।