কলকাতা: এবার পর্দায় 'সুপারম্যান' হয়ে আসছেন অভিনেতা বনি সেনগুপ্ত (Bonny Sengupta)। শ্যুটিং শুরুর অপেক্ষা। মার্চের শেষে শ্যুটিং শুরুর আগেই ছবির অন্যতম চরিত্র হিসেবে ঘোষণা করা হল কৌশানী মুখোপাধ্যায়ের (Koushani Mukherjee) নাম। ছবিতে সাংবাদিকের চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে। খানিক অন্যধারার এই চরিত্রের জন্য কৌশানী একেবারে সঠিক বাছাই, মত পরিচালক রিনো দত্তের (Rino Dutta)। 


ফের একই ছবিতে কাজ করছেন বনি ও কৌশানী। অভিনেত্রীকে এই চরিত্রের জন্য বেছে নেওয়ার কারণ কী? এবিপি লাইভকে ফোনে পরিচালক বলেন, 'এই চরিত্রে কাস্টিংয়ের সময়ে আমি মাথায় রেখেছিলাম এমন একজন অভিনেত্রীকে প্রয়োজন যাঁকে দর্শক চেনেন এবং একইসঙ্গে তাঁর মেধা রয়েছে। যে চরিত্রের অন্তর্নিহিত অর্থটা বুঝতে পারবে। এমন কেউ যে শুধু এসে সংলাপ বলে দিয়ে চলে যাবে না, বরং নিজের মতো করে চরিত্রটির গভীরে গিয়ে গুছিয়ে নিতে পারবে। কৌশানীর সঙ্গে কথা বলতে শুরু করি যখন ধীরে ধীরে বুঝতে পারি ওঁর বুদ্ধিমত্তা অন্য পর্যায়ের। বেশ বিচক্ষণ অভিনেত্রী কৌশানী। ওঁর চিন্তাভাবনা অন্য রকমের, খুব গভীরে গিয়ে ভাবে। তাতে আমার মনে হয়েছে ওই এই চরিত্রটিকে ঠিকমতো বিশ্লেষণ করে ফুটিয়ে তুলতে পারবে।'


ছবিতে এক সাংবাদিকের ভূমিকায় দেখা যাবে কৌশানীকে। 'গল্পে এমন সময়ে কৌশানীর চরিত্রের প্রাধান্য পাবে যখন প্রধান চরিত্র বনি সেনগুপ্তের জীবন একেবারে টালমাটাল। জীবনের সহস্র বাধা বিপত্তি ঠেলে যখন সোজা হয়ে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছে 'সুপারম্যান', তখন তাঁর পাশে দাঁড়াতে দেখা যাবে কৌশানীর এই চরিত্রটিকে। আমার গল্পে কোনও চরিত্রই কেবল নামের জন্য থাকবে না। প্রত্যেকটা চরিত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই গল্পে,' বলছেন পরিচালক।


আরও পড়ুন: Monami Ghosh Birthday: জন্মদিনে পেলেন 'সেরা উপহার', বিশেষ পোস্ট মনামী ঘোষের


এর আগে ছবির গল্প নিয়ে পরিচালক বলেন, 'যে সুপারহিরোদের আমরা সাধারণত চিনি, যাঁদের অনেক সুপারন্যাচরাল ক্ষমতা থাকে, এরকম আমার ছবি নয়। আমার গল্পের সুপারহিরো যে জায়গা থেকে আসছে সেখানে আশেপাশের মানুষের মধ্যে সে প্রচুর সঙ্কট দেখেছে। কিন্তু মানুষ নিজে যতক্ষণ না সঙ্কটে পড়েন ততক্ষণ তো সেটা উপলব্ধি করতে পারেন না অনেকক্ষেত্রেই। ছবির সুপারহিরোর জীবনেও এমন কিছু ঘটনা ঘটবে যার পর সেও মানুষের সমস্যা বুঝতে শুরু করবে, তার মনে হয় মানুষের পাশে দাঁড়ানো উচিত।' 


ছবিতে অপর নারী চরিত্রে রয়েছেন ইশানি। বনি সেনগুপ্তের স্ত্রীয়ের চরিত্রে অভিনয় করবেন তিনি। এই দুই নারী চরিত্ররই বনির 'সুপারম্যান' হয়ে ওঠার পিছনে অবদান দেখা যাবে বলে জানাচ্ছেন পরিচালক রিনো দত্ত। ছবির প্রযোজনার দায়িত্ব নিয়েছে 'অমিত আচার্য ফিল্মস'-এর অমিত আচার্য।