মুম্বই:  আগেও একাধিকবার চাঁচাছোলা আক্রমণ করতে শোনা গিয়েছে ঋষি কপূরকে। মাঝে কয়েকদিন চুপ ছিলেন। ফের টুইটারে তাঁর ছেলের ছবি 'সঞ্জু'র ট্রেলর দেখে এক নেটিজেনের বিরক্তির জবাব দিতে কড়া ভাষায় আক্রমণ শানালেন ঋষি কপূর। এদিকে ঋষির আক্রমণের ভাষা দেখে ক্ষেপে গিয়েছেন কমেডিয়ান অদিতি মিত্তল। ঋষির বিরুদ্ধে ঘৃণা এবং মহিলাদের বিরুদ্ধে বিদ্বেষমূলক কথা ছড়ানোর অভিযোগ করেছেন তিনি।













প্রসঙ্গত, যে ব্যক্তিই সোশ্যাল মিডিয়ায় ঋষির সঙ্গে সহমত হবেন না, তাঁকেই তিনি রূঢ় ভাষায় আক্রমণ করেন। দেখুন সেই টুইটার আক্রমণ ও পাল্টা আক্রমণের ঝলক। এটা প্রথমবার নয়। এই ঘটনা একাধিকবার ঘটল।