যাত্রীর গায়ের ঘামের দুর্গন্ধের জেরে বিমানের জরুরি অবতরণ, অনেকে জ্ঞান হারালেন, করলেন বমি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 02 Jun 2018 02:25 PM (IST)
স্পেনের গ্র্যান ক্যানারিয়া দ্বীপপুঞ্জে যাচ্ছিল ট্র্যান্সঅ্যাভিয়ার একটি বিমান। কিন্তু আচমকাই সেই বিমানের জরুরি-অবতরণ করাতে হল। কারণ, এক বিমানযাত্রীর গায়ের ঘামের বীভৎস গন্ধ। জানা গিয়েছে, ঘামের দুর্গন্ধের জেরে বিমানের ভেতরের অনেক যাত্রী অচৈতন্য পর্যন্ত হয়ে পড়েন। অনেকে আবার অসুস্থ হয়ে বমি করে ফেলেন। এক প্রত্যক্ষদর্শীর দাবি হয়তো ওই যাত্রী সপ্তাহখানেক স্নান করেননি, তার জেরেই এই দুর্গন্ধ। গন্ধ এতটাই মারাত্মক ছিল যে, ওই ব্যক্তিকে বিমানকর্মীরা শৌচাগারে গিয়ে দাঁড়াতে বলেন। তারপরই বিমানের জরুরি অবতরণ করে ওই যাত্রীকে নামিয়ে দেওয়া হয়। ট্র্যান্সঅ্যাভিয়ার ৭৩৭ নম্বর বিমানে এই ঘটনাটি ঘটেছে। পরে পর্তুগালের ফার্গো শহরে বিমানের জরুরি অবতরণ করে ওই ব্যক্তিকে নামিয়ে দেওয়া হয়।