মুম্বই: শনিবার দুপুরে আচমকা আগুন লেগে যায় মুম্বইয়ের বলিউড পাড়ার ঐতিহাসিক আর.কে স্টুডিওয়ে। আগুনে কোনও মানুষের ক্ষতি না হওয়ায় ভগবানকে ধন্যবাদ জানিয়েছেন অভিনেতা ঋষি কপূর। কিন্তু গতকালের আগুনে যা পুড়ে গেছে সেটা অপূরণীয় ক্ষতি বলে মন্তব্য করেছেন ঋষি। তাঁর কথায় গতকালের আগুনে পুড়েছে বহু স্মৃতি, স্মারক এবং বিভিন্ন কিংবদন্তী অভিনেতা-অভিনেত্রীদের ব্যবহৃত পোশাক।





 



প্রবীণ অভিনেতার কথায়, স্টুডিও হয়তো আবার তৈরি করে নেওয়া যাবে, কিন্তু যে স্মারক, পোশাক ও তার সঙ্গে জড়িয়ে থাকা স্মৃতি পুড়ে গেছে, সেগুলো আর ফিরে পাওয়া যাবে না। স্টুডিওটি প্রতিষ্ঠা করেছিলেন রাজ কপূর।

এই স্টুডিওতেই একসময় শ্যুটিং হয়েছে ‘জিস দেশ মে গঙ্গা বহেতি হ্যায়’ (১৯৬০), ‘মেরা নাম জোকার’ (১৯৭০), ‘ববি’ (১৯৭৩),

‘সত্যম শিবম সুন্দরম’ (১৯৭৮), ‘প্রেম রোগ’ (১৯৮২), ‘রাম তেরি গঙ্গা ময়লি’ (১৯৮৫)-র মতো বহু ছবির।