ছবি: ঋষি কপূরের স্মরণসভায় একযোগে প্রার্থনা রণবীর-রিধিমার, হাজির আলিয়াও
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
13 May 2020 07:16 PM (IST)
1
ঋষি কপূরের এই প্রার্থনাসভায় উপস্থিত ছিলেন আলিয়া ভট্ট, করিশমা কপূর, শ্বেতা বচ্চন নন্দা, নব্য নভেলি নন্দা, রণধীর কপূর আর ববিতা কপূর, আরমান জৈন ও তাঁর স্ত্রী মনীষা মলহোত্র।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
ফুল-মালায় ঢাকা পড়েছিল ঋষির ছবি।
3
শেয়ার করেন ফেলে আসা দিনের ছবি।
4
বাবার মৃত্যুর সময় পাশে থাকতে পারেননি বলে সোশ্যাল মিডিয়ায় একের পর এক আবেগী বার্তা পোস্ট করেন রিধিমা।
5
ঋষির মৃত্যুর পর মায়ের পাশে সবসময় থেকেছেন রিধিমা।
6
ঋষির বাড়িতেই মালা পরানো বাবার ছবির সঙ্গে দাঁড়ালেন তাঁর আদরের মেয়ে রিধিমা।
7
আগাগোড়া প্রার্থনাসভায় পাশে ছিলেন রণবীর-রিধিমা।
8
গত ৩০ এপ্রিল প্রয়াত হন ঋষি কপূর।
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -