কলকাতা: রবিবার রাত ছিল ভাগ্য নির্ধারণের। এদিন ছিল ইন্ডিয়ান আইডল ১৩ (Indian Idol 13)-র গ্র্যান্ড ফিনালে। আর এই প্রতিযোগিতায় সেরার শিরোপা উঠল ঋষি সিং (Rishi Singh)-এর মাথায়। এই প্রতিযোগিতায় আরও দুই প্রতিযোগী ছিলেন বাংলার দেবস্মিতা রায় (Debosmita Roy), বিদিপ্তা চক্রবর্তী (Bidipta Chakraborty) এবং সোনাক্ষী কর (Sonakshi Kar)। তবে ট্রফি এল না বাংলার ঘরে। 


প্রতিযোগিতার একেবারে শুরুর থেকে ছিলেন ঋষি। ২৫ লাখ টাকার একটি চেক পেয়েছেন ঋষি। প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছেন দেবস্মিতা। এই ঋষি এবিপি নিউজের 'আইডিয়াজ অফ ইন্ডিয়া' অনুষ্ঠানে এসেছিলেন তিনি। অযোধ্যার ছেলে ঋষির কোনও পেশাদারি অভিজ্ঞতা নেই। তবে প্রতিযোগিতার একেবারে শুরু থেকেই জনপ্রিয়তা পেয়ে এসেছেন তিনি। ঋষি বলেছিলেন, ইনস্টাগ্রামে একবার তাঁকে মেসেজ করেছিলেন খোদ বিরাট কোহলি (Virat Kohli)। সেই স্মৃতি কখনও ভুলতে পারবেন না তিনি। ঋষির কথায়, 'ওটা ছিল স্বপ্ন সত্যি হওয়ার মুহূর্ত'।                                                                         


একটি সাক্ষাৎকারে ঋষি জানিয়েছিলেন। তিনি পালিত পুত্র। তাঁর বাবা-মা তাঁকে দত্তক নেন। এই কথা স্বীকার করেন ঋষি। তাঁর কথায়, 'বাবা মা আমার কাছে ভগবান। ওঁরা না থাকলে আমি আজ এখানে থাকতাম না।' প্রসঙ্গত, ইনস্টাগ্রামে মাত্র ২৫৫ জনকে ফলো করেন বিরাট কোহলি। এদের মধ্যে ঋষি একজন। সঙ্গীতশিল্পী জানান, তিনি চিরকাল মনে রাখবেন এই স্মৃতি।


আরও পড়ুন: Ishaan Khatter: 'নতুন শুরু', নেটফ্লিক্সের নয়া ওয়েব সিরিজে ঈশান খট্টর


প্রসঙ্গত, এই অনুষ্ঠানে দ্বিতীয় স্থানাধিকারী দেবস্মিতার পেয়েছেন ১৫ লক্ষ টাকা। আর সেখানে বিজয়ীর ট্রফি জেতা ঋষি পেয়েছেন একটি বিলাসবহুল গাড়ি (Techy Brezza) এবং ২৫ লক্ষ টাকার পুরস্কারমূ ল্য। এই সিজনে ইন্ডিয়ান আইডলের বিচারকের আসনে ছিলেন হিমেশ রেশমিয়া (Himesh Reshmiya), বিশাল দাদলানি (Vishal Dadlani) এবং নেহা কক্কর (Neha Kakkar), শো সঞ্চালনার দায়িত্ব ছিল আদিত্য নারায়ণের (Aditya Narayana) কাঁধে।