কলকাতা: আজ তাঁর জন্মদিন। বিশেষ দিনটায় রাত পোহানোর আগেই যেন তিনি 'বার্থ-ডে গার্ল'। এক নয়, তাঁর আবার দুটো রূপ। একটি মিষ্টি-অপরটি 'বোল্ড বিউটি'। কিন্তু জন্মদিনের দিনটা কেমন কাটছে ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)-র? পার্টি নাকি ঘরোয়া আয়োজন? ঋতাভরীর জন্মদিনে অতিথি হলেন কারা কারা? 


সোশ্যাল মিডিয়ায় জন্মদিন পড়ার আগেই জন্মদিনের একটি ছোট্ট রিল ভিডিও শেয়ার করে নিয়েছিলেন ঋতাভরী। সেখানে দেখা যাচ্ছে, দু-রকম পোশাকে সেজেছেন তিনি। একটি গোলাপি মিষ্টি পোশাক, অন্যটি কালো ওয়েস্টার্ন। ঋতাভরী লিখেছেন, 'জন্মদিনে আমার ২ রকম ব্যক্তিত্ব। এখনও ভাবছি এখন কোন জন্মদিনটা আমার কাছে বেশি আপন। আপনারাই বলুন তো কোনটা ভাল লাগছে?' ঋতাভরীর এই পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন 'বনুয়া' নুসরত। টলিউডে এখন তাঁদের বন্ধুত্ব চর্চিত। একসময়ে ঠিক যেমনটা ছিল নুসরত জাহান ও মিমি চক্রবর্তীর। এখন নুসরত ঋতাভরীকে ডাকেন বোনুয়া বলে। 


অন্যদিকে ঋতাভরীর জন্মদিনে যে নিয়ম কখনোই বাদ যায় না, সেটি হল তাঁর স্কুলে গিয়ে ছোটদের সঙ্গে কেক কাটা। 'দ্য আইডিয়াল স্কুল ফর ডেফ'-এর দায়িত্ব নিয়েছেন ঋতাভরী ও তাঁর মা শতরূপা সান্যাল। দুর্গাপুজো থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠান, ঋতাভরী বিশেষ দিনটি পালন করেন বিশেষভাবে সক্ষমদের নিয়ে তৈরি এই স্কুলে গিয়ে। ছোটদের সঙ্গে কেক কেটে, খাওয়া দাওয়া করে। বাদ গেল না এই দিনটিও। জন্মদিনের আগের দিনই ঋতাভরী পৌঁছে যান 'দ্য আইডিয়াল স্কুল ফর ডেফ'-এ। সেখানে গিয়ে কেক কেটে উদযাপন করেন তিনি। সোশ্যাল মিডিয়ায় তিনি শেয়ারও করে নিয়েছেন এই ছবি। এছাড়াও জন্মদিনে ঋতাভরীর বাড়িতে আসা অনেকগুলি কেকের ছবিই শেয়ার করে নিয়েছিলেন তিনি।


সাধারণত জন্মদিনের দিনটা পরিবার ও বন্ধুদের সঙ্গে কাটাতে পছন্দ করেন ঋতাভরী। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়ে তাঁর দিদি চিত্রাঙ্গদা শতরূপা লিখেছেন, 'চিরকালের তো একটা শব্দ মাত্র, কিন্তু এর মধ্যে জড়িয়ে আছে কত আবেগ অনুভূতি। যা কিছুই হয়ে যায়.. আমি চিরকাল আমার দু-হাতে তোমায় আগলে রাখব। শুভ জন্মদিন আমার প্রথম বন্ধু আর খেলার সাথী। ভালবাসি।'


 






আরও পড়ুন: Arjun-Malaika Relationship: 'আমি পছন্দ করি যে..' অর্জুনের জন্মদিনের পার্টিতে নেই, মালাইকার মুখে অন্য কারও কথা?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।