কলকাতা: প্রেমদিবসের শুরুতেই ছন্দপতন। যদিও ভালবাসার দিনটা প্রেমিকের সঙ্গে কাটানোর পরিকল্পনা ছিল না তাঁর। শ্যুটিং ছিল, কথা ছিল কাজের ব্যস্ততাতেই কাটবে ভ্যালেন্টাইন্স ডে। কিন্তু তা আর হল কই। আপাতত বাড়ির প্রিয় ব্যালকনিতে গালে হাত দিয়েই বসে থাকছে হচ্ছে ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)-কে। হাঁটতে পর্যন্ত পারছেন না ঠিক করে? কেন? ভ্যালেন্টাইন্স ডে-র শুরুতেই পায়ে গুরুতর চোট পেয়েছেন অভিনেত্রী। কী হয়েছে তাঁর?
এবিপি লাইভ বাংলাকে ঋতাভরী জানালেন, সিঁড়ি দিয়ে নামার সময় পা মচকে গিয়েছিল তাঁর। তারপরে সেই পায়ের ওপরই পড়ে গিয়েছেন। ফলে চোট গুরুতর। পায়ের টিস্যু ছিলে গিয়েছে। চিকিৎসকের নিদান, অন্তত ১ সপ্তাহ সম্পূর্ণ বিশ্রাম। তবে ঋতাভরী বাড়িতে বসে ছটফট করছেন। কেন? ঋতাভরী বলছেন, 'এসভিএফের একটা ওয়েব সিরিজের কাজ চলার কথা ছিল আজ। সেই শ্যুটিংয়ে যাওয়ার কথা। কিন্তু সকাল থেকে পায়ের এই অবস্থা। ফুলে আছে, প্রচন্ড যন্ত্রণা। পা নাড়াতেই পারছি না। হাঁটাচলা করতে গেলে তো প্রচন্ড কষ্ট হচ্ছে। চিকিৎসক ১ সপ্তাহ বিশ্রাম বললেও, আমার পক্ষে সম্ভবই নয়। এতগুলো মানুষের কাজ আমার জন্য আটকে থাকবে, তা হয় নাকি! প্রযোজনা সংস্থা SVF। আমায় ভীষণ সমর্থন করে সবসময়। ওঁরা আমায় শ্যুটিংয়ে আসতে বলেননি। আমি নিজেই বললাম, ২ দিন বিশ্রাম নিয়েই শ্যুটিংয়ে ফিরব। নাহলে আমার নিজেকে ভীষণ দোষী বলে মনে হবে।'

ঋতাভরী প্রেমে রয়েছেন, সম্পর্কে রয়েছেন। তাঁর প্রেমিক সুমিত মুম্বইবাসী। প্রেমদিবসে তিনি আসতে চেয়েছিলেন ঋতাভরীর কাছে। কিন্তু বারণ করেছিলেন নায়িকাই। বলেছিলেন, তাঁর শ্যুটিং থাকবে, কাজেই দেখা হবে না। কিন্তু সেই শ্যুটিংয়ের পরিকল্পনা বানচাল। ঋতাভরী আপাতত বসে রয়েছেন প্রেমিকের পাঠানো লাল আর গোলাপি গোলাপ হাতে। নায়িকার কথায়, 'সুমিত আমার জন্য ফুল পাঠিয়েছে। আর একটা ছোট্ট বার্তা। এটুকুই আমার ভ্যালেন্টাইন্স ডে। আমিই আজকের দিনটা ওকে আসতে বারণ করেছিলাম। এখন মনে হচ্ছে, এলেই ভাল হত। একসঙ্গে একটু সময় কাটাতে পারতাম।'
সুমিত ঋতাভরীকে যে প্রেমের চিঠি পাঠিয়েছেন, সেখানে লেখা, 'আমি তোমায় ভালবাসি বাবু। আমি জানি, সবসময় এটা তোমায় বুঝিয়ে উঠতে পারি না আমি। আমি তোমার আরও সাফল্য কামনা করি কারণ তুমিই আমার জীবনের ভালবাসা। শুভ তুমি দিবস.. কারণ তুমিই আমার ভ্যালেন্টাইন। তুমি আমার আসল জান।'
আরও পড়ুন: Kabir Suman: ভালবাসার দিনে প্রেমিকার সঙ্গে ছবি, কবীর সুমনের কন্ঠে, 'আমি সেই তোমারই আছি'