কলকাতা: ভাই বা দাদা নেই। দিদি আছে। তাই বলে কী বাদ যাবে আজকের দিনের অনুষ্ঠান? কখনোই নয়। দিদির হাত থেকেই ভাইফোঁটা থুড়ি বোনফোঁটা নিলেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় আপলোড করলেন সেই ছবি। 


আজ ভাইফোঁটা। সকাল থেকেই টলি সেলেবরা ব্যস্ত ভাইদের কপালে ফোঁটা আঁকতে।  সকাল থেকে দুপুর, আয়োজন রয়েছে হরেক রকম খাবারেরও। আয়োজন হয়েছে ঋতাভরীর বাড়িতেও। তবে ভাই নয়, দিদি চিত্রাঙ্গদার হাত থেকে বোন ফোঁটা নিলেন ঋতাভরী। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করে লিখলেন, 'বোন ফোঁটা। শুধু কি ভাইরাই পেতে পারে? আমার দিদি চিত্রাঙ্গদার আয়োজন করা বোনফোঁটা।' অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে কবিতা পোস্ট করেন চিত্রাঙ্গদা। সেই সঙ্গে লেখেন, 'আমরা যখন থেকে তখন থেকেই আমি আমার বোনকে ফোঁটা দিই। আমাদের মা ও দিদিমা আমাদের এই প্রথাটা শিখিয়েছিলেন। বড় হওয়ার পর আমরা দুজন অন্য অন্য শহরে থাকতে শুরু করি। সব কিছু সামলে ভাইফোঁটার দিনটা ছোটবেলায় ফিরে যাওয়া নেহাত সহজ নয়। আমার ছোট্ট বোনকে সবসময় ভালোবাসা আর ওকে সবসময় সুরক্ষিত রাখব। আমার পোস্ট করা কবিতাটা মা লিখেছিলেন যখন আমরা ১২ আর ৯ বছর বয়সী ছিলাম।'


সবসময়ই নিয়ম ভাঙার কথা বলেছেন ঋতাভরী। স্রোতের বিপরীতে হেঁটেছেন তিনি। তাঁর ছবি 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি' ছবিটির হাত ধরেই সমাজের কাছে পরিচিত হয় মহিলা পুরোহিতের ধারণা। এই বছর দুর্গাপুজোয় প্রথমবার দেবী দুর্গার আবাহন করেছেন মহিলা পুরোহিত। 


সম্প্রতি লক্ষ্মীপুজোয় মা শতরূপা সান্যাল ও দিদি চিত্রাঙ্গদার সঙ্গে হাত মিলিয়ে পুজোয় সমস্ত আয়োজন করেছেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় কোজাগরী লক্ষ্মীপুজোর বিভিন্ন মুহূর্তের ছবি ভাগ করে নিয়েছিলেন অভিনেত্রী। ছবির কোলাজে ধরা পড়ে মা, দিদি ও পরিবারের সঙ্গে কাটানো ঋতাভরীর মিষ্টি মুহূর্ত। সোশ্যাল মিডিয়ায় লেখা ঋতাভরীর ছোট্ট ক্যাপশান মন ছুঁয়ে যায়। 'এফআইআর' অভিনেত্রী লিখেছিলেন, 'মা লক্ষ্মী আর আমার বাড়ির লক্ষ্মীরা'। সঙ্গে হ্যাশট্যাগ জুড়ে দেন লক্ষ্মীপুজো ও আমার পুজো।