কলকাতা: 'বড় প্লেয়ারের আসল পরীক্ষা জিতে আসায় নয়, ফিরে আসায় হয়...' তিন মিনিটের ট্রেলারের একেবারে শেষে অভিনেতা দীপঙ্কর দে (Dipankar Dey)-র বলা এই কথাগুলোই বাজতে থাকে যেন কানে.. এ কেবল দাবার ছকে সাদায়-কালোয় লড়াইয়ের গল্প নয়। এক জীবনযুদ্ধের গল্প। ইতিহাসের গল্প। পথিকৃৎ বসু পরিচালিত, নন্দিতা রায় (Nandita Roy) ও সঞ্জয় আগরওয়ালের পরিচালনায় (Sanjay Agarwal)-এর প্রযোজনায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee)-এর ক্রিয়েটিভ প্রযোজনায় মুক্তি পেল 'দাবাড়ু'-র প্রথম ট্রেলার।


উত্তর কলকাতার রক থেকে উঠে আসা এক বিশ্বজয়ের গল্পই বলবে এই ছবি। বিখ্যাত দাবাড়ু সূর্য শেখর গঙ্গোপাধ্যায়ের জীবনকে রুপোলি পর্দায় তুলে ধরেছে এই ছবি। পরিচালক বলছেন, 'দাবাড়ুর মতো একটা ছবিকে বাংলায় নিয়ে আসা উইন্ডোজ় প্রযোজনা সংস্থার সমর্থন না থাকলে সম্ভব হত না। একেবারে প্রথম সারি থেকে বাংলার এই খেলাকে সমর্থন করেছে এই প্রযোজনা সংস্থা। নন্দিতাদি ও শিবুদা না থাকলে সম্ভব হত না।'


স্বয়ং সূর্য শেখর গঙ্গোপাধ্যায় এই ছবিটি নিয়ে বলছেন, ' এই ছবিটার সফর শুরু হয়েছিল ২০২১ সাল থেকে। যেদিন আমার কন্যাসন্তানের জন্য হয়, সেইদিনই আমার কাছে ছবিটার প্রস্তাব এসেছিল। এনেছিলেন শিবুদা স্বয়ং। কেবল আমি না, গোটা পরিবারই যুক্ত এই কাজটার সঙ্গে। উইন্ডোজ প্রযোজনা সংস্থার কাছে আমি কৃতজ্ঞ এই ছবিটা করার সিদ্ধান্ত নেওয়ার জন্য।'


এই ছবিটি নিয়ে নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta) বলেছেন, 'এই ধরণের ছবি বাংলা ইন্ডাস্ট্রিতে ভীষণ কম হয়। যদি বা হয়, সেটা ক্রিকেট বা ফুটবলের মতো খেলাতেই সীমাবদ্ধ। শুধু তাই নয়, সূর্যশেখরের গোটা জীবনটাই এতটা অনুপ্রেরণাদায়ক যে সবাইকে ভীষণভাবে উদ্বুদ্ধ করবে। এখনকার যুগে বসে, এই ছবিটা সমস্ত মানুষকে ফিরিয়ে নিয়ে যাবে ছোটবেলায়। এমন সরল, সোজাসাপ্টা ছবি দেখাই যায় না। গরমের ছুটিতে আট থেকে আশির কাছে দর্শকদের উপহার এটা।'


১০ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি। অনেক অনুরাগীরাই অপেক্ষা করছেন এই ছবি মুক্তির।


 



 


আরও পড়ুন: Pushpa Title Track: শ্রীজাতর কলমে, তিমিরের কন্ঠে বাংলায় হাজির 'পুষ্পারাজ', দক্ষিণী ছবির বাংলা গান মনে ধরল অনুরাগীদের?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।