কলকাতা: জল্পনাই সত্যি! 'পুষ্পা ২- দ্য রুল' (Pushpa 2-The Rule)-এর নতুন গান মুক্তি পেতেই স্পষ্ট হয়ে গেল সবটা। ছবির বাংলা টাইটেল ট্র্যাকে শোনা গেল তিমির বিশ্বাসের (Timir Biswas)-এর কণ্ঠ! অল্লু অর্জুন (Allu Arjun)-এর নতুন এই ছবির সঙ্গে যে বাংলার নিবিড় যোগ রয়েছে তা জানা গিয়েছিল আগেই। এই ছবির গোটাটা ডাবিং হবে বাংলায়, এমনটাও শোনা যাচ্ছিল। তবে নতুন এই টাইটেল ট্র্যাক দর্শকদের মনে আশা জাগাচ্ছে?
বলিউডে এই চল নতুন নয়। মূল ছবিটি হিন্দি হলেও তা ডাব করা হয় তামিল, তেলুগু সহ একাধিক ভাষায়। এমনটাই দস্তুর হয়ে গিয়েছে। তবে বাংলা ভাষায় ডাব করা হয়েছে এমন ছবির সংখ্যা বর্তমানে হাতে গোনা। আর তাই, 'পুষ্পা'-র মতো হিট ছবির সিক্যুয়াল বাংলাতেও দেখা যেতে পারে এটা নিয়ে অনুরাগীরা বেশ উচ্ছ্বসিতই। সদ্য মুক্তি পাওয়া টাইটেল ট্র্যাক 'পুষ্পা পুষ্পা'-তে গান গেয়েছেন তিমির বিশ্বাস। গানটি লিখেছেন শ্রীজাত (Srijato)।
এর আগে, 'তেরি ঝলক সরফি.. শ্রীভল্লি' থেকে শুরু করে 'বলম স্বামী'... প্রত্যেকটা গানের হুক স্টেপই দর্শকদের বেশ আকৃষ্ট করেছিল। শুধু আকৃষ্ট করেছিল বললেও ভুল হবে, তা রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। এবার কেবল বাংলা নয়, বিভিন্ন ভাষাতেই মুক্তি পেয়েছে এই ছবির টাইটেল ট্র্যাকটি। নিজের প্রোফাইল থেকে, দু-দফায় গানটির হুকস্টেপ শেয়ার করে নিয়েছেন খোদ পুষ্পা থুড়ি অল্লু অর্জুন। সেই হুকস্টেপও যে বেশ আকর্ষণীয় তা বলাই বাহুল্য।
প্রায় আড়াই বছরের অপেক্ষা শেষে ২০২৪ সালের ১৫ অগাস্ট প্রেক্ষাগৃহে ফের হাজির হবেন 'পুষ্পারাজ'। পরিচালনায় সুকুমার। 'পুষ্পা ২' ছবিতে মুখ্য ভূমিকায় ফিরবেন অল্লু অর্জুন। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে টিজার। তাঁর স্ত্রী অর্থাৎ শ্রীভল্লির ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী রশ্মিকা মান্দান্নাকে (Rashmika Mandana)। এই ছবিতে নেতিবাচক চরিত্রে দেখা যাবে ফাহাদ ফাসিলকে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।