কলকাতা: আজ তাঁর জন্মদিন। বিশেষ এই দিনটা  সিঙ্গাপুরে পরিবারের সঙ্গে জন্মদিন উদযাপনে ব্যস্ত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। সঙ্গে স্বামী, ছেলে ও মেয়ে।






কলকাতাতে না থেকেও অনুরাগীদের মনে তিনি আছেন সবসময়ই, তার প্রমান ঋতুপর্ণার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। জন্মদিনে শুভেচ্ছাবার্তায় ভরে যাচ্ছে তাঁর ট্যুইটার অ্যাকাউন্ট।
শুভেচ্ছা এসেছে প্রসেনজিত চট্টোপাধ্যায়ের কাছ থেকেও। তিনি লিখেছেন, ‘বছরের পর বছর ধরে বাংলা চলচ্চিত্রে, যার সাথে আমার অভিনয়ের রসায়ন সব স্তরের দর্শকের মন-প্রাণ স্পর্শ করেছে, সেই অতুলনীয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে জানাই জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। খুব ভালো কাটুক বছরটা!’

একসময় তাঁদের জুটি মানেই ছিল সুপার ডুপার হিট। বহুদিন পর ‘প্রাক্তন’ ছবির হাত ধরে ঘটেছে জুটির প্রত্যাবর্তন। প্রিয় সহ অভিনেতাকে জন্মদিনে শুভেচ্ছা জানানোর জন্য ধন্যবাদও জানিয়েছেন ঋতু।
অভিনেত্রীকে একটি ভিডিও তৈরি করে শুভচ্ছা জানিয়েছে টিম ঋতুপর্ণা।একজন সুগৃহিনী থেকে ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী, বিভিন্ন ভূমিকায় কীভাবে দাগ কেটে গেছেন তিনি, ভিডিওয় প্রকাশ পেয়েছে সেই বার্তা।


ঋতুপর্ণাকে শুভেচ্ছা জানিয়েছেন পরমব্রত, হিরণ, পাওলি থেকে ইন্ডাস্ট্রির অনেকেই। প্রত্যেককে আলাদা করে ধন্যবাদ জানাতে ভোলেননি অভিনেত্রী।