কলকাতা: 'ঋতুরাজ'-এর জন্মদিন উপলক্ষ্যে বিশেষ উদ্যোগ 'হইচই' (Hoichoi)-এর ওটিটি প্ল্যাটফর্মের। এই প্রথম, কোনও ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পেল ঋতুপর্ণ ঘোষ (Rituparno Ghosh) পরিচালিত ছবি 'বাড়িওয়ালি' (Bariwali)। কিরণ খের (Kiran Kher), চিরঞ্জিৎ (Chironjeet
Chakraborty), রুপা গঙ্গোপাধ্যায় (Roopa Ganguly), সুদীপ্তা চক্রবর্তী (Sudipta Chakraborty) অভিনীত এই ছবি জাতীয় পুরস্কারও পেয়েছিল। আর ঋতুপর্ণ ঘোষের জন্মদিনে, এই ছবিকে ওটিটি প্ল্যাটফর্মে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে প্রযোজনা সংস্থা।
কিরণ খের ও চিরঞ্জিতের এক অদ্ভুত সমীকরণ ফুটে উঠেছে এই ছবিতে। ঋতুপর্ণ চিরকালই পর্দায় তুলে ধরেছেন নারীদের মনের কথা। বয়স বা লিঙ্গ যে সম্পর্কের পথে বাধা হতে পারে না, সেই ছবিই তিনি ফুটিয়ে তুলেছেন বারে বারে। তবে কেবল প্রেম নয়, প্রতাখ্যান, বেদনা, মনখারাপ.. সবই যেন ঘিরে রয়েছে তাঁর ছবিকে। 'বাড়িওয়ালি' তাঁর পরিচালিত ছবিগুলির মধ্যে অন্যতম।
উনিশে এপ্রিল (19 April) ঋতুপর্ণকে পরিচিতি দিলেও, এটি তাঁর প্রথম ছবি ছিল না। ঋতুপর্ণ ঘোষ পরিচালিত প্রথম ছবি ছিল হীরের আংটি (Hirer Angti)। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের (Shirsendu Mukherjee)-র উপন্যাস অবলম্বনে ঋতুপর্ণ তৈরি করেছিলেন তাঁর জীবনের প্রথম ছবি, 'হীরের আংটি'। সেই ছবিতে অভিনয় করেছিলেন মুনমুন সেন, বসন্ত চৌধুরী ও অন্যান্যরা। তরুণ সেই পরিচালকের ছবিকে আপন করে নেননি দর্শক। কেরিয়ারের শুরুই ব্যর্থতা দিতে শুরু হয়েছিল ঋতুপর্ণর।
'হীরের আংটি' বিফল হওয়ায় কিছুটা মুষড়েই পড়েছিলেন ঋতুপর্ণ। ভেবেছিলেন আর ছবি বানাবেন না। কিন্তু তারপরে তাঁকে প্রথম সাফল্যের স্বাদ দিল ১৯ এপ্রিল ছবিটি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee), অপর্ণা সেন (Aparna Sen), দেবশ্রী রায় (Debosree Roy) অভিনীত এই ছবিটি ঋতুপর্ণকে এনে দিয়েছিল জাতীয় পুরস্কার। এরপরে আর ফিরে তাকাতে হয়নি ঋতুপর্ণকে। দহন (Dahan), বাড়িওয়ালি (Bariwali), অসুখ (Ashukh), উৎসব (Utsav), তিতলি (Titli), শুভ মহরৎ (Subha Maharat), অন্তরমহল (Antarmahal), দোসর (Doshar), সব চরিত্র কাল্পনিক (Shob Choritro Kalponik), চোখের বালি (Cokher Bali)-এর মতো ছবি তিনি দর্শকদের উপহার দিয়েছেন, মুগ্ধ করেছেন, বদলে গিয়েছেন ভাবনার গতিপথ।