কলকাতা: গতকালই সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট করেছিলেন তিনি। ডাক দিয়েছিলেন টলিউডের বিষবৃক্ষ উপড়ে ফেলার। আর ফের একবার, টলিউডের থ্রেট কালচার, হুমকি, রাজনীতি নিয়ে সরব হলেন তিনি। টলিউডে কেশসজ্জা শিল্পীর আত্মহত্যার চেষ্টার ঘটনা নিয়ে তোলপাড় হচ্ছে চারিদিক। একাধিক শিল্পী মুখ খুলেছেন ফেডারেশনের বিরুদ্ধে। আর এবার, সেই তালিকায় নাম লেখালেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty)। কী বলছেন তিনি?
টলিউডের কেশসজ্জা শিল্পীর আত্মহত্যার চেষ্টার ঘটনা নিয়ে ঋত্বিক বলছেন, 'এটা তো থ্রেট কালচারই। এটা নিয়ে কোনও সন্দেহ নেই। এবং বেআইনিও। সংগঠন ও ট্রেড ইউনিয়নের তো ওয়েলফেয়ার করা কাজ। ধীরে ধীরে এটার হয়তো রাজনীতিকরণ ঘটেছে আর সেখান থেকেই জোরটা আসছে। সেটা সম্পূর্ণ বেআইনি হয়ে উঠছে।' এর আগে যখন রাহুল মুখোপাধ্যায় বনাম ফেডারেশন দ্বৈরথ শুরু হয়েছিল টলিউডে, তখন একাধিক দিন বন্ধ ছিল শ্যুটিং। সেই সময়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে জট কাটে। সেই সময়ে সাংবাদিক সম্মেলনে দেব জানিয়েছিলেন, 'টলিউডে আর কাউকে ব্যান করা যাবে না। এটা মাননীয় মুখ্যমন্ত্রীর আদেশ' তবে কেশসজ্জা শিল্পীর আত্মহত্যার চেষ্টার ঘটনার পিছনে উঠে আসছে সেই ব্যান করার ঘটনাই। এই বিষয় নিয়ে দেব আজ বলেছেন, 'ব্যান কালচারটা বন্ধ হোক। আমার মনে হয় অনেক বুদ্ধিদীপ্ত মাথারা রয়েছেন, যাঁরা এই ফেডারেশন বা ডিপার্টমেন্টের মাথায় বসে রয়েছেন। অনুরোধ করব কারও যাতে রোজগার বন্ধ না হয়। কাজের পরিবেশের কারণে কোনও মানুষ যদি আত্মহত্যা করতে যায়, সেটা ফেডারেশনের দায়িত্বের মধ্যেই পড়ে।'
আর এই ঘটনাতেই ক্ষোভে ফেটে পড়েছেন টালিগঞ্জের অভিনেতা-অভিনেত্রী-পরিচালকরা। পুঞ্জীভূত ক্ষোভ বাইরে বেরিয়ে এসেছে। কাজ কেড়ে নিয়ে দাদাগিরি-মাতব্বরির এই সংস্কৃতি অবিলম্বে বন্ধের পক্ষে সওয়াল করেছেন তাঁরা। হেয়ার স্টাইলিস্টদের গিল্ড 'সিনে অ্যান্ড ভিডিও হেয়ার স্টাইলিস্ট অ্যাসোসিয়েশন' ও ফেডারেশন অফ সিনে টেকনিসিয়ান্স অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার ভূমিকা, আর এই ফেডারেশনের মাথাতেই রয়েছেন স্বরূপ বিশ্বাস (Swarup Biswas)। হেয়ার ড্রেসারের আত্মহত্য়ার চেষ্টার ঘটনায় আঙুল উঠেছে 'সিনে অ্যান্ড ভিডিও হেয়ার স্টাইলিস্ট অ্যাসোসিয়েশন'-এর সভাপতি রিনা মণ্ডলের বিরুদ্ধে। যদিও এ নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি তিনি। সংশ্লিষ্ট বিষয়ের জন্য় তৈরি সুরক্ষা বন্ধু নামে কমিটিকে বলা হয়েছে গোটা বিষয়টি কী হয়েছে দেখার জন্য।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।