কলকাতা: অবশেষে ঘোষণা হল মুক্তির দিন। এর আগে কথা ছিল, এই ছবিটি মুক্তি পাবে ৩০ অগাস্ট, কিন্তু দিন বদলে ‘পরিচয় গুপ্ত’ মুক্তি পাবে ৬ সেপ্টেম্বর। মাল্টিস্টারার এই ছবিতে রয়েছে একগুচ্ছ চমক। ছবির মুখ্য ভূমিকায় রয়েছেন ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty), ইন্দ্রনীল সেনগুপ্ত (Indraneil Sengupta), দর্শনা বণিক (Darshana Banik), অয়ন্তিকা বন্দ্যোপাধ্যায়-সহ আরও অনেকে। অন্যদিকে এই ছবির অন্যতম আকর্ষণ হতে চলেছেন জয় সেনগুপ্ত (Joy Sengupta)। পর্দায় অর্ধনারীশ্বরের বেশে দেখা যাবে তাঁকে। 


ইতিমধ্যেই মুক্তি পেয়েছে এই ছবির টিজার ও ট্রেলার। সেখান থেকেই বোঝা যায় এটি একটি পড়ন্ত জমিদার বাড়ির গল্প। সেই বাড়ির জমিদার, ঋত্বিক কিন্তু অন্ধ। তাঁর চরিত্রের নানা দিক রয়েছে। ইন্দ্রনীলের ভূমিকা একজন প্রত্নতাত্ত্বিকের, যিনি এই জমিদার বাড়ি নিয়ে বিভিন্ন অনুসন্ধান করতে এসে জড়িয়ে পড়েন এই বাড়ির গল্পে। একের পর এক খুন, গল্পের বিভিন্ন মোড় প্রত্যেক চরিত্রেরই এক একটা পরত খুলে দেয় যেন এই গল্প। গান থেকে শুরু করে বিভিন্ন অন্যান্য চমকও রয়েছে ছবিতে। চমক রয়েছে অভিনেতা জয় সেনগুপ্তের লুকেও। 


এই ছবির পরিচালক রণ রাজ বলছেন,  'ছবির নাম থেকেই এটা স্পষ্ট যে কেউ কোনও বিষয় গোপন করতে চাইছে। ছবিটির মধ্যে যেমন রহস্য আছে, তেমনই রয়েছে বিনোদনের রসদও। কিছু মানুষকে পরিবারের চাপে তাদের কিছু প্রতিভাকে লুকিয়ে রাখতে হয়। সেই বিষয়টিই যেন ফুটে উঠবে এই ছবির মধ্যে। জয়ের চরিত্রে একটা দুর্দান্ত চমক রয়েছে।' এখনও প্রকাশ্যে আসেনি ছবি মুক্তির তারিখ। তবে এখন প্রকাশ্যে আনা হয়েছে ছবির ঝলক। খুব তাড়াতাড়িই বড়পর্দায় মুক্তি পাবে এই ছবিটি।


এই ছবির শ্যুটিং হয়েছে কলকাতা ও কলকাতার পার্শ্ববর্তী এলাকার জমিদার বাড়িতে । চলতি বছরে "পূর্ণাঞ্জলী মিডিয়া প্রাইভেট লিমিটেড" ও " পান্ডে মোশান পিকচার্স"  এর ব্যানারে মুক্তি পাবে রণ রাজের ছবি "পরিচয় গুপ্ত"। ছবিটির জন্য অপেক্ষায় রয়েছেন সবাই। ৬ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে এই সিনেমা।   


আরও পড়ুন: Subhrajit on National Film Awards: জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে কীভাবে বেছে নেওয়া হয় সেরা ছবি, অভিনেতাদের? জানাচ্ছেন শুভ্রজিৎ


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।